৩৫ বলে ৭১ রান, হ্যাটট্রিক-সহ ৬ উইকেট – IPL-র মধ্যে ইতিহাস গড়লেন তারকা ক্রিকেটার
আইপিএলের মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নজির গড়লেন জোহানেস জোনাথন স্মিট। প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ রানের বেশি করলেন নামিবিয়ার তারকা। সঙ্গে নিলেন হ্যাটট্রিক। সবমিলিয়ে উগান্ডার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৫ বলে ৭১ রান করেন। তারপর ১০ রানে ছ’উইকেট নেন।
রবিবার উইন্ডহকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় উগান্ডা এবং নামিবিয়া। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। শুরুটা তেমন ভালো হয়নি নামিবিয়ার। কিন্তু স্মিট ক্রিজে আসার পরেই ছবিটা পালটে যায়। মাত্র ৩৫ বলে ৭১ রান করেন। হাঁকান চারটি বাউন্ডারি এবং সাতটি ছক্কা। তাঁর সেই দুর্ধর্ষ ইনিংসের সৌজন্যে সিরিজের নির্ণায়ক ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮৫ রান তোলে নামিবিয়া।
তবে সেখানেই স্মিট আতঙ্ক থেকে মুক্তি পায়নি উগান্ডা। প্রথম ওভারেই উগান্ডার ওপেনার আর্নল্ড ওটওয়ানিকে আউট করেন স্মিট। সেটাই ছিল শুরু। ১৭ তম ওভারে চারটি উইকেট নেন নামিবিয়ার তারকা। সেই ওভারের দ্বিতীয় বলে নিজের তৃতীয় উইকেট পান। তারপর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন স্মিট। শেষপর্যন্ত চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ছ’উইকেট নেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাস তৈরি করেন।
স্মিটের সেই অসামান্য পারফরম্যান্সের সুবাদে উগান্ডাকে ১৩৩ রানেই অলআউট করে দেয় নামিবিয়া। ৫২ রানে জিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নেয় স্মিটের দেশ। স্বভাবতই সেই ম্যাচের সেরার পুরস্কার স্মিট ছাড়া অন্য কারও পাওয়ার কথা ছিল না। দুই ক্যাচ, ৩৫ বলে ৭১ রান এবং ১০ রানে ছ’উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।
For all the latest Sports News Click Here