৩৪ দিনে ম্যাচ খেলে ৮৪০০ কিলোমিটারের সফর! বিশ্বকাপের আগেই চিন্তায় থাকবেন রোহিতরা
শুভব্রত মুখার্জি: ভারতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব যুদ্ধের আসর। ভারত তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইতে এই ম্যাচে খেলবে তারা। তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় দলের উপর থাকবে প্রত্যাশার চাপ। তবে ঘরোয়া পরিবেশের সুবিধাও পেতে চলেছে ভারতীয় দল। কিন্তু বিশ্বকাপের যে সূচি ঘোষণা করা হয়েছে তাতে করে কি ভারতের সুবিধার থেকে অসুবিধা বাড়তে চলেছে? বিশেষজ্ঞদের মনে এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। যার অন্যতম কারণ এই বিশ্বকাপ খেলতে ভারতীয় দলকে ভারতের মধ্যেই সফর করতে হবে মোট ৮৪০০ কিলোমিটার। ঘরের মাটিতে এত বেশি সফর যে নিঃসন্দেহে এট ক্রিকেটারদের ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
প্রসঙ্গত বিশ্বকাপে যতগুলো দল খেলবে তাদের মধ্যে সবথেকে বেশি সফর করতে হচ্ছে ভারতীয় দলকে। যা কিছুটা হলেও চিন্তায় যে রাখবে রোহিত শর্মাদের তা নিঃসন্দেহে বলা যায়। এবারের বিশ্বকাপ খেলা হবে ১০টি ভেন্যুতে। আর প্রস্তুতি ম্যাচ খেলা হবে আরও ২টি ভেন্যুতে। এই ১০টি ভেন্যুর মধ্যে ৯টি ভেন্যুতেই একমাত্র দল হিসেবে খেলবে ভারতীয় দল। বাকি দেশগুলোর মধ্যে সকলেই একটি নির্দিষ্ট ভেন্যুতে তাদের একাধিক ম্যাচ খেলবে। ভারতের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্যরকম। ভারতীয় দল প্রায় প্রতিটি ভেন্যুতেই কমপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী ভারতকে তাদের ম্যাচ খেলতে অভাবনীয় ৮৪০০ কিমি সফর করতে হবে। মাত্র ৩৪ দিনে তাদেরকে এই সফর করতে হবে। যা কপালে চিন্তার ভাঁজ বাড়াবে রাহুল দ্রাবিড়দের।
প্রসঙ্গত হায়দরাবাদ হল এমন একটি ভেন্যু সেই ভেন্যুতে ভারত কোন ম্যাচ খেলছে না। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলা হবে। ভারতীয় দল এর পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলবে গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে। ফলে ভারতীয় দলকে আরও বেশি করে সফর করতে হবে। ভারতীয় দলকে অন্যতম বড় সফর করতে হবে চেন্নাই থেকে দিল্লিতে। এই পথে তাদের পেরতে হবে ১৭৬১ কিমি। চিপকে ভারত তাদের প্রথম ম্যাচ খেলার পরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। তবে সবথেকে বড় পথটি তাদের পেরতে হবে পুনে থেকে ধর্মশালায়। এই পথে তাদের পেরতে হবে ১৯৩৬ কিমি। এই দুই ভেন্যুর একটিতে তারা বাংলাদেশ এবং অপরটিতে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মাঝে হাতে সময় রয়েছে মাত্র তিনটে দিন! শেষ তিনটি ম্যাচে ভারত সফর করবে ৩১০০ কিমি। এখানে তারা মুম্বই থেকে কলকাতা হয়ে খেলতে যাবে বেঙ্গালুরুতে। ম্যাচ খেলার ধকল তো থাকবেই। তার পাশাপাশি যুক্ত হবে এই দীর্ঘ সফর যাত্রা। যা নিঃসন্দেহে বড়সড় মাথাব্যথার কারণ হতে পারে ভারতীয় দলের বলেই ধারণা বিশেষজ্ঞদের।
For all the latest Sports News Click Here