৩১-এর অধিনায়ক দায়িত্ব ছাড়ায় এলেন ৩৬-এর নিদা, পাকিস্তান ক্রিকেটের আজব কারবার
শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে পাকিস্তানের মহিলা ক্রিকেটকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হল। সিনিয়র মহিলা দলের অধিনায়ক বদলের পাশাপাশি আনা হয়েছে নয়া নির্বাচক প্রধানকে। দলের কোচ হিসেবেও ফিরিয়ে আনা হয়েছে নিউজিল্যান্ডের কোলসকে। সবথেকে বড় খবর হল অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রতিভাবান অলরাউন্ডার নিদা দারের কাঁধে। পাশাপাশি হেড কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে মার্ক কোলসকে। পাশাপাশি নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে সালিম জাফরকে।
আরও পড়ুন… জানেন কি IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কে?
দক্ষিণ আফ্রিকাতে শেষ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পরেই অধিনায়কত্ব ছেড়েছিলেন ৩৬ বছর বয়সি বিসমা মারুফ। ফেব্রুয়ারি মাসে প্রোটিয়াভূমে সেই বিশ্বকাপে চারটি ম্যাচের তিনটিতেই হেরেছিল পাকিস্তান। জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। সেপ্টেম্বর মাসেই পাকিস্তান সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে যা বড় চ্যালেঞ্জ হতে চলেছে নিদা দারের। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। পাশাপাশি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা ২০২৪ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেবে তারা।
আরও পড়ুন… কুলদীপ-পীযূষকে টপকালেন বরুণ চক্রবর্তী! ইডেনে ইতিহাস গড়লেন KKR ও RCB-র স্পিনাররা
২০১০ গুয়াংঝাউ এবং ২০১৪ ইনচিয়ন এশিয়ান গেমসে দুবার সোনা জিতেছিল পাকিস্তান দল। সেই দলের অন্যতম সদস্যা ছিলেন তিনি। অন্যদিকে ২০১৭-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের হেড কোচের দায়িত্বে ছিলেন মার্ক কোলস। এবার ফের তাঁকে কোচের দায়িত্বে ফিরিয়ে এনেছে পিসিবি। দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সালিম জাফরকে। যাকে আবার ঘটনাচক্রে পাকিস্তান সিনিয়র মহিলা ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অধীনে এই কমিটিতে রয়েছেন আসমাভিয়া ইকবাল, মারিনা ইকবাল এবং মোহতাসিম রশিদ। পাশাপাশি রশিদকে আবার সিনিয়র মহিলা দলের ফিল্ডিং কোচেরও দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র মহিলা দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার তথা ওপেনার তৌফিক উমরকে। পাকিস্তানের অধিনায়ক হতে পারে উচ্ছাস চেপে রাখতে পারেননি নিদা দার। জাতীয় দলের অধিনায়ক হয়ে তিনি যে গর্বিত তা জানাতেও ভোলেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here