‘৩০০ রানও করতে পারতাম’, ২১০ রানে আউট হওয়ার আক্ষেপ যাচ্ছে না ইশানের!
বিধ্বংসী ইনিংস খেলেছেন। করেছেন ২১০ রান। তবুও ১৫ ওভার বাকি থাকতেই আউট হয়ে যাওয়ায় হতাশা যাচ্ছে না ইশান কিষানের। তাঁর বিশ্বাস, কিছুটা থাকলেই ৩০০ রান করতে পারবেন। একদিনের ক্রিকেটের ইতিহাসে যে নজির কারও নেই।
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুর্ধর্ষ ইনিংসের পর ইশান বলেন, ‘ব্যাট করার জন্য দুর্ধর্ষ উইকেট ছিল। আমার লক্ষ্যটা একেবারে স্পষ্ট ছিল, বল মারার জায়গায় থাকলে আমি পেটাব। এরকম কিংবদন্তিদের মধ্যে আমার নাম শুনতে পেয়ে নিজেকে ধন্য মনে করেছি। ১৫ ওভার বাকি থাকতে-থাকতে আউট হয়ে গিয়েছিলাম। আমি ৩০০ রানও করতে পারতাম (ইশান যখন আউট হন, তখন ভারতের হাতে ৮৫ বল পড়েছিল)।’
শনিবার ভারতের ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়ে যান শিখর ধাওয়ান। তারপর বিরাটের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন ইশান। ১৯০ বলে ২৯০ রান যোগ করেন তাঁরা। সেই জুটি নিয়ে ইশান বলেন, ‘আমি বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাটিং করছিলাম। কোন বোলারদের (নিশানা) করা উচিত আমার, সেটা নিয়ে ও যেটা বলেছিল, সেটা একেবারে নিখুঁত ছিল।’
আরও পড়ুন: Ishan breaking records IND vs BAN: ১,০৫৬ দিন পর ODI-তে শতরান ভারতীয় ওপেনারের! সৌরভের ২৩ বছরের রেকর্ডও ভাঙলেন ইশান
বাংলাদেশের বিরুদ্ধে যে ২১০ রানের ইনিংস খেলেন, সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে ইশানের প্রথম শতরান। তবে ৯৫ রানে দাঁড়িয়েও এতটুকু নার্ভাস হননি। ছক্কা মেরেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার তিন অঙ্কের সংখ্যা পার করতে চেয়েছিলেন। তবে বিরাট কিছুটা শান্ত করেন। ইশান বলেন, ‘আমি ৯৫ রানে খেলছিলাম এবং বড় শট মারতে গিয়েছিলাম (ছক্কা মারতে গিয়েছিলেন)। ও আমায় শান্ত করেছিল। বলছিল যে এটা আমার প্রথম শতরান হবে। এক রান, এক রান করে নিয়ে এগিয়ে যাও, কারণ এটা তোমার প্রথম শতরান। ’
আরও পড়ুন: Ishan Kishan creates record IND vs BAN: ১৩১ বলে ২১০ রান – রোহিতের রেকর্ড ভাঙলেন ইশান, স্পর্শ করলেন মহিলা খেলোয়াড়ের নজির
ইশান আরও বলেন, ‘সূর্য ভাইয়ের (সূর্যকুমার যাদব) সঙ্গে কথা বলছিলাম। ও বলেছিল যে তুমি যখন ম্যাচের আগে ব্যাটিং করে, তখন ভালোভাবে বল দেখতে পারবে। আমার উপর বেশি চাপ নিইনি। যে সুযোগ পেয়েছিলাম, সেটার সদ্ব্যবহার করার চেষ্টা করেছিলাম।’
For all the latest Sports News Click Here