৩টি সোনা ও ৬টি রুপো, এশিয়ান যুব বক্সিংয়ে পদকের ছড়াছড়ি ভারতের
আন্তর্জাতিক মঞ্চে ফের নজর কাড়লেন যুব বিশ্বচ্যাম্পিয়নে ব্রোঞ্জজয়ী বিশ্বামিত্র চংথাম। এবার দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫১ কেজি বিভাগে সোনা জেতেন ভারতীয় তারকা।
একা বিশ্বামিত্রই নন, সোমবার এশিয়ান যুব বক্সিংয়ে সোনা জিতেছেন ভারতের আরও দুই বক্সার। ছেলেদের ৮০ কেজি বিভাগে গোল্ড মেডেল জিতেছেন বিশাল। মেয়েদের ৫৪ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নেহা। এছাড়া ভারতের আরও ৬ জন বক্সার রুপো জেতেন যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে।
চংথাম ফাইনাল বাউটে ৪-১ ব্যবধানে পরাজিত করেন উজবেকিস্তানের কুজিবোয়েভ আহামদজনকে। বিশাল ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন কিরগিজস্তানের আকমাতোভ সানঝারকে। নেহাকে সোনা জিততে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়। তিনি ৩-২ ব্যবধানে পরাজিত করেন কাজাখাস্তানের আইশাগুল য়েলেউবায়েভাকে। শেষবার ভারত ছেলেদের বিভাগে দু’টি সোনা জেতে ২০১০ সালে।
এবার ছেলেদের ৪৮ কেজি, ৬৩.৫ কেজি ও ৭১ কেজি বিভাগে রুপো জেতেন যথাক্রমে বিশ্বনাথ সুরেশ, বানশাজ ও জয়দীপ রাওয়াত। জয়দীপ উজবেক প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনাল বাউট সম্পূর্ণ করতে পারেননি।
মেয়েদের ৪৮, ৫০ ও ৫২ কেজি বিভাগে রুপো জিতেছেন যথাক্রমে নিবেদিতা, তামান্না ও সিমরন। এর আগে একজন মহিলা-সহ মোট পাঁচজন ভারতীয় বক্সার সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদকে সন্তুষ্ট থেকেছেন। এখনও ৬টি ফাইনাল বাউট বাকি ভারতের। সেক্ষেত্রে অন্তত আরও ৬টি পদক আসতে চলেছে ভারতের ঘরে। উল্লেখ্য, মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত শেষ এশিয়ান যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত ৫টি সোনা-সহ মোট ১২টি পদক জিতেছিল।
For all the latest Sports News Click Here