২-৩বার ফোন করতেন- ক্যানসার চিকিৎসার সময় নিয়মিত কিরণের খোঁজ নিতেন প্রধানমন্ত্রী
বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনৈতিক নেত্রী কিরণ খের সম্প্রতি জানালেন তাঁর ক্যানসারের চিকিৎসার বিষয়। ২০২১ সালে অভিনেত্রীর স্বামী, অনুপম খের জানান তাঁর ক্যানসার হয়েছে এবং সেটার চিকিৎসা চলছে। এবার সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন তাঁর চিকিৎসার সময় নিয়মিত তাঁর খোঁজ নিতেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর রাজনৈতিক কাজ কর্ম নিয়ে চিন্তা প্রকাশ করলে নাকি নরেন্দ্র মোদী তাঁকে কেবল তাঁর স্বাস্থ্যের দিকে নজর দিতে বলতেন।
কিরণের একধরনের ব্লাড ক্যানসার হয়েছিল। মুম্বইতেই তাঁর চিকিৎসা হয়। চিকিৎসা শেষ হওয়ার পর তিনি আবার কাজে যোগ দেন।
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা মনে করে, নিজের গল্প মোদী স্টোরির সঙ্গে ভাগ করার সময় অভিনেত্রী বলেন, ‘গত বছর আমার শরীরটা একদমই ভালো যাচ্ছিল না। মুম্বইতে যখন আমার চিকিৎসা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমায় ২-৩ বার ফোন করে খোঁজ নিতেন। উনি আমায় আমার চিকিৎসার সময় ভীষণই উৎসাহ দিয়েছিলেন। অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমি পার্লামেন্টে না যেতে পারা, কাজ না করতে পারা নিয়ে চিন্তা করছিলাম যখন তখন উনি আমায় বলেছিলেন এসব নিয়ে না ভেবে আমি যেন আমার স্বাস্থ্যের দিকে নজর দিই। তিনি আরও জানান, আমি ঠিক হয়ে যাব। আমি ওঁর সঙ্গে কথা বলে ভীষণ শান্তি পেতাম। উনি ভীষণ ভালো মনের মানুষ।’
তিনি এই বিষয়ে আরও বলেন, ‘উনি মাঝে মধ্যে ভীষণ ইমোশনাল হয়ে পড়েন। রাজ্য সভায় উনি যখন গুলাম নবি আজাদের জন্য ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছিলেন তখনও ইমোশনাল হয়ে পড়েন। তিনি জানান কীভাবে কাশ্মীরে আতঙ্কবাদীরা গুজরাটিদের হত্যা করেছে। তাঁর চোখে জল এসে গিয়েছিল। উনি যেমন সাহসিক হিসেবে ভীষণই কঠিন। তেমনই মনের দিক দিয়ে ভীষণই ভালো মানুষ।’
কিরণ খের বিজেপি এবং লোকসভার সদস্য। একই সঙ্গে তিনি চন্ডিগড়ের পার্লামেন্টের সদস্য বটে। ১৯৮৩ সালে তিনি তাঁর কেরিয়ার শুরু করেন অভিনেত্রী হিসেবে। কভি আলভিদা না কেহ না, দেবদাস, খুবসুরত, রং দে বসন্তী, ইত্যাদি ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here