২ ম্যাচ ব্যান সঙ্গে আর্থিক জরিমানা! সুনীলরা সেমিতে নামার আগেই স্টিমাচের শাস্তি
যা আশঙ্কা করা হয়েছিল, শেষ পর্যন্ত তেমনটাই হল। কোচের আক্রমণাত্মক মেজাজের জন্য বড় শাস্তি পেতে হল সুনীল ছেত্রীদের হেড স্যার ইগর স্টিমাচকে। আর হবে নাই বা কেন, তিনি যেভাবে আক্রমণাত্মক মেজাজে মাঠে নামছেন, তাতে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাচ্ছিল ভারতীয় দল। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম থেকেই যা দেখা গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অহেতুক লাল কার্ড দেখলেন এবং পরে টুইটারে লিখলেন তিনি যা করেছেন সেটি ঠিক করেছেন। এরপরে কুয়েতের বিরুদ্ধে ম্যাচেও একই কাজ করে লাল কার্ড দেখলেন। ফলে সমস্যায় পড়েছে ভারতীয় দল। ডাগ আউটে হেড স্যারের অনুপস্থিতিতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নামতে হবে সুনীল ছেত্রীদের।
সাফের জেনারেল সেক্রেটারি আনাওয়ারুল হক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আগেই জানিয়েছিলেন, শুক্রবারের মধ্যে স্টিমাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে সাফ শৃঙ্খলারক্ষা কমিটি। সেই মতো নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিল এই শৃঙ্খলারক্ষা কমিটি। তারা ঠিক করেছে ভারতীয় কোচকে দু ম্যাচের জন্য ব্যান করা হয়েছে সঙ্গে আর্থিক জরিমানাও করা হবে। আর্থিক জরিমানার পরিমান হল ৫০০ মার্কিন ডলার।
এই শাস্তির ফলে ইগর স্টিমাচ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ও যদি ভারত টুর্নামেন্টের ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচেও ফুটবলারদের সঙ্গে বেঞ্চে বা ডাগ আউটে থাকতে পারবেন না ইগর স্টিমাচ। সাফ শৃঙ্খলারক্ষা কমিটির শীর্ষে রয়েছেন গুরসিমরন ব্রার। তবে যেহেতু তিনি ভারতীয় তাই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরে দাঁড়িয়েছেন। কমিটির বাকি চারজন সদস্য এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
এআইএফএফের এক সূত্র আগেই জানিয়েছিল যে ইগর স্টিমাচের আচরণ সম্পর্কে একটি রিপোর্ট ‘সাফ’ তাদের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছে। জানা গিয়েছে স্টিমাচ রেফারিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন, যা নিয়মবিরুদ্ধ। তাঁকে লিখিত আকারে কারণ জানাতে বলা হয়েছে। পরে সবকিছু দেখে শৃঙ্খলারক্ষা কমিটি স্টিমাচকে দোষী সাবস্ত করেছে। কমিটির তরফ থেকে বলা হয়েছে যে, স্টিমাচ রেফারিকে খারাপ কথা বলেছিলেন। এমন অবস্থায় তিনি আর সাফের সেমিফাইনালে দলের সঙ্গে থাকতে পারবেন না।
এদিকে ফেডারেশনের তরফ থেকেও ইগর স্টিমাচকে সাবধান করা হয়েছে। ভবিষ্যতে তিনি যেন এমন কাজ আর না করেন। এর মাঝেই সাফের শৃঙ্খলারক্ষা কমিটির এই শাস্তিতে স্টিমাচ কতটা চাপে থাকবে সেটাই দেখার। তবে স্টিমাচের পরিবর্তে এখন চাপটা এসে গিয়েছে ভারতীয় দলের সামনে। কারণ সুনীলরা তাদের কোচকে ছাড়াই লেবাননের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমফাইনালের ম্যাচে খেলতে নামবেন। এমন অবস্থায় যদি সেমিফাইনালের ম্যাচে সুনীলদের খেলার ফল খারাপ হয়, তাহলে আরও প্রশ্নের মুখে ও সমালোচনার সামনে পড়তে পারেন ইগর স্টিমাচ।
For all the latest Sports News Click Here