২ মিনিটের ভিডিয়োয় একাধিক রূপ! শাহরুখ আসলে কে হিরো না ভিলেন? প্রশ্ন তুলল জওয়ান
ভরপুর চমক নিয়ে প্রকাশ্যে এল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ট্রেলার। কোনটা ছেড়ে যে কোনটা বলি! মাত্র দু মিনিট বারো সেকেন্ডে এত কিছু দেখিয়ে দিল এই ট্রেলার যে মাথা ঘুরতে বাধ্য।
একজন ‘জওয়ান’ জানেন না তিনি আদতে কে, তাঁর পরিচয় কী, তিনি পাপ নাকি পূণ্য, ভালো না খারাপ, এসবের কোনও উত্তর তাঁর কাছে নেই। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে আসছে শাহরুখ এবং অ্যাটলির যুগলবন্দি, ‘জওয়ান’। তৈরি তো সবাই? না এই প্রশ্ন আমি নয়, খোদ কিং খান করেছেন।
ছবির ট্রেলারে ‘পাঠান’ -এর খানিক ফিল পাওয়া গেল। ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তাঁর। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। রাফ অ্যান্ড টাফ অথচ হট লুকে ধরা দিলেন নয়নতারাও। এই ট্রেলারে এমন একাধিক দৃশ্য রয়েছে যা কাঁটার মতো মনে বিঁধছে, তুলছে একাধিক প্রশ্ন। কীসের টুকরো টুকরো ছবি ধরা পড়ল ট্রেলারে? আদতে কীসের গল্প বলবে এই ছবি?
কেবল মারপিট বা অ্যাকশন নয়, জওয়ান ছবির ট্রেলারে একদম অদেখা লুকে দেখা দিলেন শাহরুখ। ন্যাড়া মাথায় এসে বলেলন, তিনি ভিলেন হলে কেউ তাঁর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না।
মানে? তবে কি এই ছবির হিরো থেকে ভিলেন সব কিছু একজনই? বাদশা নিজেই? উত্তর তো ছবিই দেবে। তবে এই ছবিতে যে তাঁকে একাধিক রূপে দেখা যাবে সেটা বলাই বাহুল্য! ট্রেলারের শেষ দৃশ্যে তাঁর পুরনো বলিউডি গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’-তে নাচতে দেখা যায়। ফলে গোটা ট্রেলার দেখে এটুকু স্পষ্ট যে শাহরুখ এই ছবিতে এমন এক চরিত্রে ধরা দিতে চলেছেন যা চট করে বোঝা যাবে এমনটা নয়। একাধিক স্তর আছে এই চরিত্রের। কিন্তু তিনি আসলে কোনটা সেটা তো অ্যাটলির এই ছবিই বলবে।
ওহ হ্যাঁ, শেষ পাতে চমক দিয়ে যাই আরেকটা? আরে ধুর, আমি কী চমক দেব, এই ছবি যা চমকের আভাস দিল সেটা বলি আর কী! দীপিকাও রয়েছেন। ক্যামিও চরিত্রে শাড়ি পরে গুন্ডা পেটাবেন নায়িকা!
তবে আর কী? ৭ সেপ্টেম্বর ফের আরও একবার যে ধামাকা নিয়ে বক্স অফিস রাজ করতে আসছেন শাহরুখ সেটা জওয়ানের ট্রেলার স্পষ্ট করে দিল। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব পেজে এই ভিডিয়ো পোস্ট করার মাত্র ১১ মিনিটের মধ্যেই আড়াই হাজার ভিউজ হয়ে গিয়েছে এটির। ফলে উত্তেজনার পারদ চড়ছে ভক্তদের মধ্যে। শাহরুখ ম্যাজিকের অপেক্ষায় সকলেই।
For all the latest entertainment News Click Here