‘২ বছর পর তিলকরাও স্টার হয়ে যাবে,’ ঘুরিয়ে হার্দিককে একহাত নিলেন রোহিত
আর কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরেই এলিমিনেটরে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই বছর আইপিএলের শুরু থেকে খুব একটা ভালো ছন্দের ছিল না তারা। নিজেদের ফর্ম ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। শেষের দিকে পরপর কয়েকটা ম্যাচ এবং কিছুটা ভাগ্যের সাহায্য নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় মুম্বই। প্লে-অফের লড়াইয়ে তারা আজ মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের। তার আগে এক সাক্ষাৎকারে রোহিত জানালেন, দলের নতুন ক্রিকেটারদের তুলে আনার বিষয়টাকে কেউ দেখেনা।
আইপিএল শুরুর লগ্ন থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে অনেক নতুন ক্রিকেটারকে দেখা যায়। শুধু এই মরশুমেই নয়, প্রথম থেকেই তারা সেই ধারা বজায় রেখেছে। অনেক ক্রিকেটার উঠে এসেছে যারা মুম্বই সহ পরবর্তীকালে জাতীয় দলের তারকা হয়ে উঠেছেন। তাদের মধ্যে অন্যতম হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা রয়েঠেব। যারা আইপিএলের পাশাপাশি জাতীয় দলের হয়ে দাপিয়ে খেলেছেন। অবশ্য বুমরাহ এই বছর আইপিএল খেলছেন না তাঁর পিঠের চোটের জন্য। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটানসের হয়ে অধিনায়কত্ব করছেন। তাই এই বছর ফের নতুন ক্রিকেটারদের ওপর নিজেদের ফোকাস রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।
তিলক বর্মা থেকে অর্জুন তেন্ডুলকর সহ নেহালের মতো ক্রিকেটাররা এই বছর আইপিএলে সুযোগ পেয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে ভারতীয় দলের সম্পদ হতে চলেছেন এই ক্রিকেটাররা। সম্প্রতি রোহিত শর্মা এই বিষয়ে এক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘অনেকেই বলে আমাদের দল খুব শক্তিশালী। কিন্তু তার পিছনের কষ্টটা কেউ দেখেনা। আমাদের দল নতুন ক্রিকেটারদের তুলে নিয়ে আসছে। সেই কষ্ট কারোর চোখে পড়বে না। পরে তারাই বলবে আমাদের দল শক্তিশালী।’
এখানে না থেমে তিনি আরও বলেন, ‘এর আগে আমরা জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারকে তুলে এনেছি। এই বছর তিলক বর্মা ও নেহালও উঠে এসেছে। আশা করছি আগামীতে ওরা জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে।’ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এইবার আইপিএল জিততে পারলে এই নিয়ে তাদের ষষ্ঠ ট্রফি হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন এই দল ফের নিজেদের রেকর্ড ভাঙার মুখে রয়েছে। আর লখনউয়ের বিরুদ্ধে রোহিত, সূর্যকুমার যাদদের জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here