২ বছর কারাবাসের পর জামিনে ছাড়া পাচ্ছেন বিগ বিস ৭-এর এজাজ খান
অবশেষে জামিন পেলেন বিগ বস ৭ প্রতিযোগী আজাজ খান। শুক্রবার সন্ধ্যায় তিনি আর্থার জেল থেকে মুক্তি পাবেন। মাদক মামলায় নাম জড়ানোর দুই বছর ধরে কারাগারে রয়েছেন এজাজ। অভিনেতার স্ত্রী একটি প্রেস বিবৃতিতে বলেন, ‘এটা আমাদের জন্য একটা আনন্দের মুহূর্ত, এবং বাড়িতে ওঁর সঙ্গে সময় কাটানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই বছরগুলোতে আমরা তাঁকে খুব মিস করেছি।’
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ২০২১ সালে অভিনেতা আজাজ খানকে মাদক মামলায় গ্রেপ্তার করেছিল। কুখ্যাত মাদক সরবরাহকারী ফারুক শেখ ওরফে বাতাতার ছেলে শাদাব শেখ ওরফে শাদাব বাতাতাকে জিজ্ঞাসাবাদ করলে আজাজের নাম উঠে আসে। শাদাবও একজন মাদক ব্যবসায়ী। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে সেই সময় মিডিয়াকে বলেছিলেন, ‘জিজ্ঞাসাবাদের সময়, খানের নাম উঠেছিল এবং আমরা তার বিরুদ্ধে কিছু দোষী প্রমাণ পেয়েছি।’ আরও পড়ুন: সেঞ্চুরি মেরে অনুষ্কাকে ভিডিয়ো কল বিরাটের! মিষ্টি মুহূর্তে বিভোর অনুরাগীরা
গ্রেপ্তারের পরপরই আজাজ দাবি করেছিলেন যে তার কাছে কিছু ঘুমের ওষুধ ছিল। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘তাদের জিজ্ঞাসা করুন তারা কোথায় পেয়েছে। তারা যা পেয়েছে তা ছিল মাত্র চারটি ঘুমের বড়ি। আমার স্ত্রীর গর্ভপাত হয়েছিল এবং সে বিষন্নতায় ভুগছিল। ও এই বড়িগুলো খাচ্ছিল।’ এনসিবি-র মতে, এজাজকে আলপ্রাজোলামের ৩১টি ট্যাবলেট-সহ গ্রেফতার করা হয়েছিল। যার মোট ওজন ৪.৫ গ্রাম। বোম্বে হাইকোর্ট গত বছর আজাজের জামিনের আবেদন খারিজ করেছিল। আরও পড়ুন: আদালত রায় দিলেও পশ্চিমবঙ্গে এখনই হয়তো দেখা যাবে না দ্য কেরালা স্টোরি, জানুন কারণ
আজাজ সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ৭-এ অংশগ্রহণ করেছিলেন। ২০০৩ সালের ‘পথ’ সিনেমা দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করার পরে, আজাজ শীঘ্রই একতা কাপুরের কেয়া হোগা নিম্মো কা (২০০৭)-এর মাধ্যমে ছোট পর্দায় কাজ করা শুরু করেন। কাহানি হামারে মহাভারত কি, করম আপনা আপনা, রাহে তেরা আশীর্বাদ-সহ বেশ কয়েকটি টিভি শো-তে কাজ করেছেন। তিনি রিয়েলিটি শো বলিউড ক্লাবেও অভিনয় করেছেন এবং শো জিতে নেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here