২ দিনে ২০০ কোটি পার! রামায়ণ বিকৃতির অভিযোগ নিয়েও বক্স অফিসে ঝড় তুলছে ‘আদিপুরুষ’
‘বুয়া কা বাগিচা হ্যায় কিয়া’, ‘জ্বলেগি তেরি বাপ কি’- না, ২০২৩-এর প্রেক্ষাপটে তৈরি কোনও হিন্দি ছবির সংলাপ নয় এগুলি। ত্রেতা যুগের প্রেক্ষপটে যে ‘রামায়ণ’ মহাকাব্য লেখা হয়েছিল ভারতীয় সংস্কৃতির সেই কাণ্ডারীর চরিত্রদের মুখে এহেন সংলাপ বসিয়েছেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। ‘রামায়ণ’ বিবৃতির অভিযোগ, অশ্রাব্য সংলাপ- সব মিলিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’এর। তবে বক্স অফিসের রিপোর্ট কার্ড কিন্তু এখনও পর্যন্ত সন্তোষজনক গোটা টিমের কাছে।
মুক্তির প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটির ব্যবসা হাঁকিয়েছিল এই ছবি (সব ভার্সন মিলিয়ে)। দ্বিতীয় দিনও সেঞ্চুরি হাঁকাল ‘আদিপুরুষ’। প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে টুইট বার্তায় জানানো হয়, বিশ্ব বক্স অফিসে ছবির দ্বিতীয় দিনের কালেকশন ১০০ কোটি টাকা। সুতরাং দু-দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি টাকা।
অন্যদিকে ‘আদিপুরুষ’-এর হিন্দি সংস্করণও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রথম দিন হিন্দি বলয়ে ৩৭.২৫ কোটি টাকার টিকিট বিকিয়ে ছিল এই ছবির। শনিবারও ‘আদিপুরুষ’-এর হিন্দি সংস্করণের আয় থেকেছে ৩৫ কোটির আশেপাশে। ট্রেড অ্যানালিস্টের মতে, রবিবার ‘আদিপুরুষ’-এর হিন্দি ভার্সন ১০০ কোটির গণ্ডি পার করে ফেলবে সহজেই। যদিও এই ছবির ‘অ্যাসিড টেস্ট’ শুরু হবে আগামিকাল অর্থাৎ সোমবার থেকে।
দেশের বক্স অফিসে ‘আদিপুরুষ’-এর তেলুগু ভার্সনও ফাটিয়ে ব্য়বসা করছে। শনিবার মোট ২৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবির তেলুগু ভার্সনের। সব মিলিয়ে দ্বিতীয় দিনে দেশের বক্স অফিসে ছবির আয় ছিল ৫৯ কোটি টাকার আশেপাশে। প্রথমদিনের ৭৬ কোটি টাকা যোগ করলে দু-দিনে ‘আদিপুরুষ’ টিম দেশের বক্স অফিস থেকেই মোট ১৩৫ কোটি টাকার ব্যবসা করেছে।
দর্শক, সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করলেও দুর্দান্ত মার্কেটিং-এ ভর করে বক্স অফিসের প্রাথমিক পুরো নম্বর পেয়ে উতরে গিয়েছেন প্রভাস, কৃতি শ্যাননরা। যদিও ভারতে তৈরি অন্যতম বিগ বাজেট ছবি ওম রাউতের এই ফিল্ম। সূত্রের খবর, ৫০০ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’।
প্রসঙ্গত, বিতর্কের মুখে পড়ে ইতিমধ্যেই ছবির ‘অশ্রাব্য সংলাপ’ বদলানোর কথা জানিয়েছেন নির্মাতারা। হ্যাঁ, বজরংবলির মুখে ‘জ্বলেগি তেরে বাপ কী’ সংক্রান্ত যে সংলাপ শোনা গিয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে ‘আদিপুরুষ’ টিম। সিনেমার ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে এই ‘ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখবার।
For all the latest entertainment News Click Here