২৯ বছর বয়সে বাসের ধাক্কায় মৃত্যু ব্রাজিলের প্রাক্তন UFC ফাইটার ফিলিপ কোলারেসে
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় বাসের ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন ইউএফসি ফাইটার ফিলিপ কোলারেসের। মাত্র ২৯ বয়র বয়সেই থেমে গেল তাঁর জীবন। বাসের ধাক্কায় আহত হওয়ার পর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই মৃত্যু হয় তাঁর। এমনটাই জানিয়েছেন তাঁর প্রশিক্ষক রড্রিগো বাবি।
২৯ বছর বয়সী এই খেলোয়াড় বাসে ধাক্কা খাবার পর কিছুক্ষণ জীবিত ছিলেন বলে দাবি করেছেন তাঁর কোচ। ফিলিপ কোলারেস তাঁর তিন বছরে ক্যারিয়ারের ছয়টি ইউএফসি লড়াই করেন। প্রাক্তন জঙ্গল ফাইট ফেদারওয়েট চ্যাম্পিয়ন ২০১৯ এবং ২০২২-এর মধ্যে ইউএফসি-তে খেলেছেন। ডমিঙ্গো পিলার্তে এবং লুক স্যান্ডার্স-এর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। এরপরে ক্রিস গুতেরেজ এবং চেজ হুপারের কাছে পরাজিত হওয়ার পর তিনি আর খেলেননি। খেলার মাঠে ক্যাবোকাও নামেও পরিচিত ছিলেন তিনি।
কিছুদিন আগেই ব্রাজিলের রাস্তায় এক মহিলাকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য খবরের শিরোনামে এসেছিলেন তিনি। ব্রাজিলিয়ন জিউ-জিৎসু দক্ষতা ব্যবহার করে সেই ডাকাতকে শায়েস্তা করেন। তাঁর এই ব্যবহার অনেক প্রশংসা পায় সব মহল থেকে। এই বিষয়ে এক সাক্ষাৎকারে ফিলিপ বলেছিলেন, ‘আমি আমার বন্ধুদের সাথে প্রশিক্ষণ থেকে ফিরছিলাম। আমরা তখন কথা বলছিলাম কিভাবে দিনে দিনে নারীদের প্রতি হিংসা বাড়ছে। ঠিক তখনই আমি দেখি একটা লোক এক তরুণীর সাথে তর্ক করছে। তারপর সে তাঁর হাত থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেয়। মেয়েটি মাটিতে বসে কাঁদতে শুরু করে। তখন আমি দৌড়ে গিয়ে লোকটাকে ধরে ফেলি। আমি ধরে ফেলার পর স্থানীয় জনতা লোকটিকে মারতে ছুটে আসে। কিন্তু আমি তাদেরকে বারণ করি, এটা উচিত হবেনা বলে।’ ফিলিপের মৃত্যুর পর ব্রাজিলের ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।
২৯ বছর বয়সী এই ফিলিপ তাঁর কেরিয়ার দীর্ঘ না হলেও, মাত্র ৩ বছরে তিনি অনেকেই হারিয়েছেন। স্বাভাবিক ভাবেই তাঁর এই মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলে। তিনি সাইকেল চালাতেও খুব ভালো বাসতেন। সাইকেল নিয়েই তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেন।
For all the latest Sports News Click Here