২৮-র মধ্যে মাত্র ১০ ম্যাচে জয়, ফ্লপ জার্মান কোচের সঙ্গে বিচ্ছেদ চেন্নাইয়িনের
শুভব্রত মুখার্জি: সবেমাত্র শেষ হয়েছে ভারতীয় ফুটবলের ২০২২-২৩ মরশুম। মরশুম শেষ হওয়ার পর পরেই আসন্ন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত ক্লাবগুলি। আর সেই সন্ধিক্ষণেই চেন্নাইয়িন এফসির প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন থমাস বাদারিচ। শনিবারেই এই ঘোষণা করে দেওয়া হয়েছে ক্লাবের তরফে। মরশুম শেষের আগেই কোচ এবং ক্লাবের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল। দু’পক্ষের সম্মতিতেই শনিবার কোচের সঙ্গে বিচ্ছেদের বিষয়টিতে অফিসিয়াল সিলমোহর ফেলল ক্লাব।
কয়েকটি ম্যাচে চেন্নাইয়ের হেড কোচের দায়িত্ব সামলেছেন থমাস। তাঁর কোচিংয়ে ক্লাবের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। তিনি মোট ২৮ টি ম্যাচে দলের প্রশিক্ষকের ভূমিকা পালন করেছেন। যার মধ্যে ১০ টি ম্যাচে দল জিতেছে। আটটি ম্যাচ ড্র হয়েছে। তবে দশটি ম্যাচে তাঁকে হারের মুখোমুখিও হতে হয়েছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, পারফরম্যান্সের এই ধারাবাহিকতার অভাবের কারণেই কোচের পদ থেকে সরে যেতে হল থমাসকে। তাঁর আমলে ডিফেন্সে ও সমস্যা দেখা দিয়েছিল দলের। এই আমলে তারা ৫৩ গোল করলেও হজম করতে হয়েছে ৫২ টি গোল। আর এখানেই অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়তে হয়েছে চেন্নাইয়িন এফসিকে।
প্রসঙ্গত একটা সময় জার্মানির হয়ে খেলা প্রাক্তন এই ফুটবলার ডুরান্ড কাপের সময় দায়িত্ব নিয়েছিলেন চেন্নাই দলের। তাঁর প্রশিক্ষণেই সেবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল চেন্নাইয়িন দল। আইএসএলেও তিনি দলের প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন। তাঁর প্রশিক্ষণেই ‘মারিনা মাচানস-‘রা (চেন্নাইয়িন) লিগের ক্রমতালিকায় অষ্টম স্থানে শেষ করেছিল। এরপর সুপার কাপে ও থমাসের প্রশিক্ষণেই খেলেছিল চেন্নাইয়িন। সেই টুর্নামেন্টেও তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। ফলে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট ব্যর্থতা সঙ্গী হয়েছে চেন্নাইয়িনের। আর তারপরেই এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন থমাস।
For all the latest Sports News Click Here