২৬-২৭ বছর ধরে কেএল রাহুলের মা ছেলেকে মিথ্যে বলেছিলেন! জানুন আসল ঘটনা
কেএল রাহুল ভারতীয় ক্রিকেট দলের স্টাইলিশ ব্যাটসম্যানদের একজন। আইপিএল ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন তিনি। কেএল রাহুল বিখ্যাত হোস্ট গৌরব কাপুরের শো‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ গিয়েছিলেন। যেখানে তিনি তার মায়ের সম্বন্ধে একটি মজার গল্প বলেছেন। এই অনুষ্ঠানে এসে কেএল রাহুল বলেন কীভাবে তার মা তাকে ২৬-২৭ বছর ধরে মিথ্যা কথা বলেছিলেন।
কেএল রাহুল গৌরব কাপুরের সাথে কথা বলার সময় বলেছিলেন যে,‘কয়েক বছর আগে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মা ২৬ থেকে ২৭ বছর ধরে আমাকে মিথ্যা বলেছিলেন। আমি কীভাবে রাহুল নাম পেয়েছি সেটা নিয়ে মিথ্যা বলেছিলেন। তিনি আমায় যেটা বলেছিলেন সেটি তিনি একটি গল্প বানিয়েছিলেন। মা আমায় বলেছিলেন তিনি শাহরুখ খানের একজন বড় ভক্ত এবং ৯০-এর দশকে শাহরুখ খানের ছবিতে তার নাম ছিল রাহুল। সেখান থেকেই আমার নাম রাহুল দিয়েছিলেন।’
কয়েক বছর আগে কেএল রাহুলের এক বন্ধু তাকে বলেছিলেন যে ছবিতে শাহরুখ খানের নাম প্রথম রাহুল ছিল সেটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। কিন্তু রাহুলের জন্ম হয়েছিল ১৯৯২ সালে।এই বিষয়েকেএল রাহুল বলেন, ‘আমার এক বন্ধু যে প্রচুর সিনেমা দেখত এবং তার বলিউড সম্পর্কে প্রচুর জ্ঞান ছিল। সে আমায় বলেছিল, ভাই শাহরুখ খানের প্রথম চরিত্র যার নাম রাহুল ছিল সেটা তো ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল এবং তুমি তো ১৯৯২ সালে জন্মগ্রহণ করেছিলে। তাই এটার কোনও মানে হয় না যে আপনি শাহরুখ খানের কারণে রাহুল নাম পেয়েছেন।’
কেএল রাহুল এরপরে বলেন,‘একজন বন্ধুর কথা শোনার পর,আমি গুগল করে দেখলাম যে আমার মা আমাকে মিথ্যা বলেছেন। আমি তার কাছে গেলাম এবং যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম,তিনি বললেন যে সিনেমার সাথে কিছু সম্পর্কিত ছিল, কিন্তু এখন কে মনে রাখে এবং কে চিন্তা করে। তবে তিনি শাহরুখ খানের বড় ভক্ত।’এই পুরো বিষয়টির প্রেক্ষিতে কেএল রাহুলের বাবাও তাকে একটি গল্প বলেছিলেন। কেএল সে বিষয়ে বলেন যে‘আমার বাবা বলেছেন, তিনি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের বড় ভক্ত ছিলেন। তিনি ভুল করে তার ছেলের নাম রোহানের পরিবর্তে রাহুল শুনেছিলেন। সেই কারণে তিনি আমার নাও রাহুল রেখেছেন।’
For all the latest Sports News Click Here