২৬০০০ টাকায় চুল কেটেছি তারপর পরিচালক প্রিয়দর্শন আমার সঙ্গে যা করলেন…: রাজপাল
বলিউডের ছবিতে ‘কমিক’ চরিত্রে রাজপাল যাদবের অভিনয়ের বহু অনুরাগী রয়েছেন। ২০০৬ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘কমেডি ফিল্ম’ ‘চুপ চুপ কে’ বন্দ্য চরিত্রে অভিনয় করেন রাজপাল। সম্প্রতি সেই চরিত্রটির শ্য়ুটিং নিয়েই অজানা কথা শেয়ার করেছেন রাজপাল যাদব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল বলেন, তিনি নাকি ‘চুপ চুপ কে’ শ্যুটিংয়ের আগে হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের কাছ থেকে একটু অন্যরকমভাবে চুল কেটেছিলেন, যার মূল্য ছিল প্রায় ২৬ হাজার টাকা। রাজপালের কথায়, ‘আমি গোয়ায় ছবির শ্যুটিং সেটে পৌঁছেছিলাম। নতুন চুল কাটার কারণে আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু পরিচালক প্রিয়দর্শন আমার দিকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আর তারপর সহকারীর দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করলেন। সহকারীকে বললেন আমায় নিয়ে যেতে বললেন। এরপর যা হল…তা কী আর বলব!’
আরও পড়ুন-সতীনের কাঁটা! করণ দেওলের বিয়েতে যাননি হেমা ও তাঁর মেয়েরা, মুখ খুললেন ধর্মেন্দ্র
আরও পড়ুন-প্রথম ডেটে গিয়েই কি যৌনতায় মেতেছিলেন! অকপটে স্বীকার করলেন তামান্না ও বিজয়
আরও পড়ুন-‘৭২ হুঁরে’ ছবি ও ট্রেলারে ছাড়পত্র দেওয়া হচ্ছে না! এই খবর ভুল’, জানাচ্ছে CBFC
রাজপাল বলেন ‘আমার মাথায় একটা বাটি রেখে বাকি সব চুল কেটে ফেলা হল। আপনি চুপ চুপ কে ছবিটি দেখলেই বুঝতে পারবেন। তবে বাঁচোয়া এই যে হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম আমার কাছ থেকে টাকা নেননি। আমি বলেছিলাম, প্রযোজনা সংস্থা টাকা দেবে, তারপরেও নেননি। কিন্তু আমি যখন শ্যুটিংয়ের পর গোয়া থেকে মুম্বই ফিরি আলি আমায় দেখে চমকে যান।’
প্রসঙ্গত, ‘চুপ চুপ কে’ ছবিটি বহু মানুষের মন জয় করেছিল। যেটার জন্য প্রায় ৪০ দিন শ্যুটিং করেন রাজপাল। ছবিতে রাজপাল যাদব ছাড়াও ছিলেন শাহিদ কাপুর, করিনা কাপুর, নেহা ধুপিয়া, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এবং ওম পুরি। ছবির বিভিন্ন অংশ নিয়ে নানান মজার GIF, স্টিকারও নেট দুনিয়ায় ঘোরাফেরা করে।
For all the latest entertainment News Click Here