২২ বলে ৬১ রান খরচ নাইট পেসারের! রাসেল ঝড়েও হারের হ্যাটট্রিক পার্পল বাহিনীর
ব্যর্থতা যেন কোনও ভাবেই পিছু ছাড়ছে না লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। এই নিয়ে পরপর তিন ম্যাচে হারের মুখ দেখল সুনীল নারিনের দল। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে একেবারেই ফর্মে নেই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ফের হারের মুখ দেখতে দেখতে হল তাদের।
এদিন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। পরপর ম্যাচ হারা নাইটরা ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালান। কিন্তু চেষ্টা করেও তারা জয়ের মুখ দেখতে পারলেন না। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সান ফ্রান্সিসকোর অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম থেকেই দাপুটে ইনিংস খেলতে থাকেন ফিঞ্চের দলের ব্যাটাররা। ওপেন করতে নামা ম্যাথিউ ওয়েড এবং ফিন অ্যালেন শুরুটা দুর্দান্ত করেন। বলা ভালো এদিন ম্যাচের ব্যাটন থাকে ওয়েডের হাতে। কারণ ওপেনিং জুটি ৮৮ রানের পার্টনারশিপ গড়ে। পথম উইকেটের পতন ঘটে অ্যালেনের। যিনি মাত্র ১৯ বলে ১টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে মাত্র ২০ রান করেন। ফলে এই রান স্পষ্ট করেছে কে তাণ্ডব চালান।
পাশাপাশি মার্কাস স্টোইনিসও চালিয়ে খেলতে থাকেন। ৩টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে মাত্র ১৮ বলে ৩৭ রান করে ফিরে যান। তবে এই ম্যাচে সবচেয়ে বেশি রান করেন ম্যাথিউ ওয়েড। মাত্র ৪১ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ঝকঝকে ৭টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তিনি নাইটদের একেবারে কোনঠাশা করে দেন। স্বাভাবিক ভাবেই ওয়েডের এই ইনিংসের ফলে বেশ চাপে পড়ে যায় তারা। পাশাপাশি এদিন করি অ্যান্ডারসনও তিনটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সৌজন্যে ২০ বলে ৩৯ রান করেন। নির্ধারিত ওভারে নাইট বোলারদের ল্যাজে গোবরে করে ৭ উইকেট হারিয়ে ২১২ রান তোলে সান ফ্রান্সিসকো।
বড় রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন জেসন রয় ও উন্মুক্ত চাঁদ। জেসন রয় ২১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তবে নাইটরা শুরুটা যেভাবে করেছিল, তাতে অনেকটাই লড়াই করার মতো জায়গায় ছিল। কিন্তু জেসন রয় আউট হয়ে ফিরে যেতেই ম্যাচের পরিস্থিতি বদলাতে শুরু করে। এমনকী নীতীশ কুমার ৩১ রান করে গেলেও লাভের লাভ কিছু হয়নি। ম্যাচের হার কার্যত নিশ্চিত করে ফেলেন সুনীল নারিনরা। তবে শেষ চেষ্টা চালিয়ে যান আন্দ্রে রাসেল। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ২৬ বলে অপরাজিত ৪২ রান করেন ক্যারিবিয়ান তারকা। তাঁর এই ইনিংসটি সাজানো ২টি বাউন্ডারি ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। মাঠের বাইরে বল পাঠাতে দেখা যায় ক্যারিবিয়ান তারকাকে। রাসেলকে সঙ্গ দেওয়ার পাশাপাশি শেষ চেষ্টা চালান নারিনও। ১৭ বলে অপরাজিত ২৮ রান করেন তিনি মাত্র ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। মাত্র ১৯১/৫ রানে থামতে হয় নাইটদের। মাত্র ২১ রানে ম্যাচ জিতে নেয় সান ফ্রান্সিসকো। ম্যাচের সেরা হয়েছেন ওয়েড।
For all the latest Sports News Click Here