২২ বলে ১৯ রানে ৬ উইকেট- ধস নেমে শেষ শ্রীলঙ্কা! NZ-কে জেতালেন IPL-এ ব্রাত্য ২ জন
বাইশ বল, ১৯ রান, ছয় উইকেট – নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধস নামল শ্রীলঙ্কার ইনিংসে। আর সেই ধসের জেরে ৩২ বল বাকি থাকতে নয় উইকেটে হেরে গেলেন দাসুন শানাকারা। সেইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। কিউয়িদের সেই জয়ের পিছনে যে দু’জনের সবথেকে বড় অবদান আছে, সেই অ্যাডাম মিলনে এবং টিম সেফার্ট আইপিএল দুনিয়ায় ব্রাত্য হয়ে আছেন। বুধবার চার ওভারে ২৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন মিলনে। ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করেন সেফার্ট।
ডানিডনের ইউনিভার্সিটি ওভালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ২২ বলের মধ্যে দুই উইকেট হারালেও শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কুশল পেরেরা এবং ধনঞ্জয় ডি’সিলভা। তৃতীয় উইকেটের জুটিতে ৪৬ বলে ৬২ রান যোগ করেন তাঁরা। রানের গতিও খারাপ ছিল না। কিন্তু ১১.২ ওভারে ৯১ রানের মাথায় কুশল (৩২ বলে ৩৫ রান) আউট হতেই নড়বড় করতে শুরু করে শ্রীলঙ্কার ইনিংস। পরের ওভারেই আউট হয়ে যান ধনঞ্জয় (২৬ বলে ৩৭ রান)।
আরও পড়ুন: NZ vs SL Historic T20I: তৈরি ইতিহাস! প্রথমবার ICC-র পূর্ণ সদস্যের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হলেন মহিলা
কুশল ও ধনঞ্জয়ের তৈরি করা মঞ্চ থেকে ১৭০-১৮০ রান তোলার সুযোগ ছিল শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাদের সামনে। কিন্তু ১৫.৩ ওভারে শানাকা আউট হওয়ার পরেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। ১৫.২ ওভারে যে দলের স্কোর চার উইকেটে ১২২ রান ছিল, সেই দলই ১৯ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায়। কিউয়িদের হয়ে চার ওভারে পাঁচটি উইকেট নেন মিলনে। দুটি উইকেট নেন বেন লিস্টার (চার ওভারে ২৬ রান)। একটি করে উইকেট পান হেনরি শিফলে, রাচিন রবীন্দ্র এবং জেমস নিশম।
আরও পড়ুন: DC vs GT IPL 2023: ‘আগামী দু’বছরেই ভারতীয় ক্রিকেটে দাপিয়ে বেড়াবে’, তরুণ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যদ্বাণী হার্দিকের
বোলাররা যে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নিউজিল্যান্ডকে। ঝোড়ো শুরু করেন কিউয়িরা। ১৫ বলে ৩১ রান করেন চাড বস। ৩.২ ওভারে দলগত ৪০ রানের মাথায় বস আউট হয়ে গেলেও কিউয়িদের কোনও সমস্যা হয়নি। বরং বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন সেফার্ট। ৪৩ বলে অপরাজিত ৭৯ রান কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন খেলোয়াড়। যে তারকাকে এবার আইপিএলের মিনি নিলামের জন্য তালিকাভুক্তও করা হয়নি। সেই সেফার্টের সৌজন্যেই ১৪.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মিলনে। যিনি আইপিএলের মিনি নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here