২২ বলে হাফ-সেঞ্চুরির পথে দানবীয় ছক্কায় স্টেডিয়ামের ছাদে বল পাঠালেন স্মিথ: ভিডিয়ো
টেস্ট খেলতে ভারত সফরে আসার আগে বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন স্টিভ স্মিথ। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সিডনি থান্ডারের বিরুদ্ধে টানা ২টি ম্য়াচে শতরান করার পরে এবার হবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ঝড়ের গতিতে হাফ-সেঞ্চুরি করেন স্মিথ।
হ্যারিকেনসের বিরুদ্ধে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ। তিনি শেষমেশ ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৬ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
উল্লেখ্য, এই নিয়ে বিগ ব্যাশ লিগের টানা চারটি ম্যাচে বড় রানের ব্যক্তিগত ইনিংস খেলেন স্মিথ। এর আগে পারথ স্কর্চার্সের বিরুদ্ধে তিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৬ রান করেন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০১ রান করেন স্মিথ। সিডনি থান্ডারের বিরুদ্ধে গত ম্যাচে ৫টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ১২৫ রান করে নট-আউট থাকেন স্টিভ।
স্মিথের এমন ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে হ্যারিকেনসের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৮০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে সিডনি সিক্সার্স। বেন ডার্সিস ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩০ রান করেন। হেনরিক্স ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার মারেন। এছাড়া জোশ ফিলিপ ৮, কার্টিস প্যাটারসন ১৮, হেডেন কের ২, ড্যান ক্রিশ্চিয়ান ৮, জর্ডন সিল্ক ২ ও সিয়ান অ্যাবট অপরাজিত ১৩ রান করেন।
আরও পড়ুন:- U19 Women’s WC: সেমিফাইনালের দৌড়ে রান-রেটই ভরসা শেফালিদের, দেখুন কোন অঙ্কে এগিয়ে ভারত
হ্যারিকেনসের হয়ে ৪২ রানে ৩টি উইকেট নেন প্যাট্রিক ডুলি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রিলি মেরেডিথ, জোয়েল প্যারিস, ন্য়াথন এলিস ও ফহিম আশরাফ।
আরও পড়ুন:- Ranji Trophy: ডু-অর-ডাই ম্যাচ পৃথ্বী-রাহানেদের, হারলেই ছিটকে যাবে ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই
উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে জোয়েল প্যারিস ১টি আইনসিদ্ধ বল করতেই ১৬ রান খরচ করে বসেন। ওভারের তৃতীয় ডেলিভারি করতে এসে নো-বল করেন জোয়েল। সেই বলে ছক্কা হাঁকান স্মিথ। তার পরেই ওয়াইড হিসেবে সিক্সার্সকে ৫ রান উপহার দেন তিনি। জোয়েল পুনরায় তৃতীয় বল করতে এলে ফ্রি-হিটে চার রান সংগ্রহ করেন স্মিথ। সেই ওভারে আরও ১টি বাউন্ডারি মারেন স্টিভ। ম্যাচের দ্বিতীয় ওভারে ২১ রান তোলে সিডনি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ইনিংসের সপ্তম ওভারে টিম ডেভিডকে বিশাল ছক্কা হাঁকিয়ে বল স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে দেন স্মিথ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here