২২ বছর পরেও ডিম্পল চিমার অবিবাহিত থাকার সিদ্ধান্ত গভীরভাবে স্পর্শ করেছে কিয়ারাকে
দর্শক থেকে সমালোচক সকলেই কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবানি অভিনীত ‘শেরশাহ’। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় জওয়ান ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক এই ছবি। পরিচালক বিষ্ণু বর্ধনের এই ছবিতে ক্যাপ্টেন বিক্রম বত্রার বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। এই ছবিতে ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন কিয়ারা, তবে ডিম্পল চিমার প্রতিক্রিয়াই সবচেয়ে ভাবিয়েছে অভিনেত্রীকে।
বিশ্ববিদ্যালয়ের পড়তে গিয়ে প্রেম বিক্রম-ডিম্পলের। বিয়ের তারিখ পাকা ছিল, কিন্তু আচমকা কার্গিল যুদ্ধ ডিম্পলের জীবন থেকে চিরতরে কেড়ে নেয় তাঁর মনের মানুষ বিক্রমকে। বিক্রমের মৃত্যুর পর গত ২২ বছরে অবিবাহিতই থেকেছেন ডিম্পল, বিক্রমের বাবা-মা’র শত আবদারও টলাতে পারেনি তাঁর সিদ্ধান্তকে। কার্গিল যুদ্ধে ২৪ বছর বয়সী বিক্রম বত্রার অসীম সাহসিকতার পাশাপাশি বিক্রম-ডিম্পলের প্রেম কাহিনিও একটা বড় অংশ জুড়ে রয়েছে ‘শেরশাহ’তে।
মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে কিয়ারা আডবানি জানিয়েছেন, এই ছবির গানগুলি ডিম্পলের মন ছুঁয়েছে। তিনি বলেন, ‘আমি ওঁনাকে মেসেজ করেছিলাম ছবি মুক্তির পরে, এই ছবিটা ওঁনার জন্য ভীষণ একটা ইমোশ্যানাল জার্নি। ওঁনার গোপনীয়তাকে আমা সম্মান জানাই। যখন আমি বিক্রম বত্রার পরিবারের সঙ্গে দেখা করি, ওঁনারা বললেন আমি একদম ডিম্পেলের মতোই। এই কথাটা শুনে আমার চোখে জল চলে এসেছিল। আমি জানি এই ছবির গান ওঁনার (ডিম্পল) মন ছুঁয়েছে, আমি নিশ্চিত উনি গর্বিত যে এই কাহিনিটার সঙ্গে মানুষ একাত্ম হতে পেরেছে’।
শেরশাহ ছবির প্রস্তুতির সময় ডিম্পল চিমার সঙ্গে সাক্ষাত্ করেছিলেন কিয়ারা। ডিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে কিয়ারা জানিয়েছেন, ‘উনি নিজের জন্য এই জীবনটা বেছে নিয়েছেন, এবং উনি এটা ভেবেই খুশি রয়েছেন বিক্রম ওঁনার আশেপাশেই আছে, ওঁনার স্মৃতিতে ক্যাপ্টেন বিক্রম বত্রা অমর। এই বিষয়টা ওঁনাকে নিয়ে আপনাকে ভাবাবে। একটা সময় আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, অনেক বছর তো কেটে গেল… উনি আমাকে পালটা বলেন ‘সেটা জরুরি নয়, আমি ওর উপর একটু রেগে আছি এটা ঠিক, কিন্তু যেদিন দেখা হবে সেদিন সব মনোমালিন্য একসঙ্গে বসে মিটিয়ে নেবো। আমি জানি ঠিক দেখা হবে….’।
For all the latest entertainment News Click Here