২২ অক্টোবর থেকে T20 WC-এর সুপার ১২ রাউন্ড শুরু হবে, জেনে নিন কবে কবে ভারতের খেলা
অস্ট্রেলিয়ায় ২২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড খেলা হচ্ছে। তার পর এই শুরু হবে সুপার টুয়েলভ রাউন্ড। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো ৮টি দল, যারা সরাসরি সুপার টুয়েলভে উঠতে পারেনি, তারা কোয়ালিফিকেশন রাউন্ড খেলছে। এই ৮টি দলের মধ্যে মোট ৪টি দল সুপার ১২-র জন্য যোগ্যতা অর্জন করবে।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ২২ অক্টোবর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের শেষ ম্যাচটি ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
আরও পড়ুন: চোটের জন্য T20 WC থেকেই ছিটকে গেলেন দুষ্মন্ত চামিরা, পরিবর্তে দলে কাসুন রাজিথা
সুপার ১২-এর দুই গ্রুপ থেকে মোট চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম সেমিফাইনাল খেলা হবে ৯ নভেম্বর সিডনিতে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে ১০ নভেম্বর অ্যাডিলেডে। ১৩ নভেম্বর মেলবোর্নে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের সম্পূর্ণ সময় সূচী (ভারতীয় সময় অনুসারে):
২২ অক্টোবর : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া, সিডনি, দুপুর- ১২.৩০
২২ অক্টোবর : ইংল্যান্ড-আফগানিস্তান, পার্থ, বিকেল- ৪.৩০
২৩ অক্টোবর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্স, হোবার্ট, সকাল- ৯.৩০
২৩ অক্টোবর : ভারত-পাকিস্তান, মেলবোর্ন, দুপুর- ১.৩০
২৪ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, হোবার্ট, সকাল ৯.৩০
২৪ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, হোবার্ট, দুপুর- ১.৩০
২৫ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, পার্থ, বিকেল- ৪.৩০
২৬ অক্টোবর : ইংল্যান্ড-গ্রু ‘বি’ রানার্স-আপ, মেলবোর্ন, সকাল- ৯.৩০
২৬ অক্টোবর : নিউজিল্যান্ড-আফগানিস্তান, মেলবোর্ন, দুপুর – ১.৩০
২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল- ৮.৩০
২৭ অক্টোবর : ভারত-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, সিডনি, দুপুর ১২.৩০
২৭ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, পার্থ, বিকেল – ৪.৩০
২৮ অক্টোবর : আফগানিস্তান-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, মেলবোর্ন, সকাল- ৯.৩০
২৮ অক্টোবর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, মেলবোর্ন, দুপুর – ১.৩০
২৯ অক্টোবর ; নিউজিল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি, দুপুর – ১.৩০
৩০ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, ব্রিসবেন, সকাল- ৮.৩০
৩০ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, পার্থ, দুপুর- ১২.৩০
৩০ অক্টোবর : ভারত-দক্ষিণ আফ্রিকা, পার্থ, বিকেল- ৪.৩০
৩১ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, ব্রিসবেন, দুপুর- ১.৩০
১ নভেম্বর : আফগানিস্তান-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, ব্রিসবেন, সকাল – ৯.৩০
১ নভেম্বর : ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ব্রিসবেন, দুপুর – ১.৩০
২ নভেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল- ৯.৩০
২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর – ১.৩০
৩ নভেম্বর ; পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, সিডনি, দুপুর – ১.৩০
৪ নভেম্বর : নিউজিল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল – ৯.৩০
৪ নভেম্বর : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, অ্যাডিলেড, দুপুর- ১.৩০
৫ নভেম্বর ; ইংল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি, দুপুর – ১.৩০
৬ নভেম্বর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, অ্যাডিলেড, ভোর – ৫.৩০
৬ নভেম্বর : পাকিস্তান-বাংলাদেশ, অ্যাডিলেড, সকাল – ৯.৩০
৬ নভেম্বর : ভারত-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, মেলবোর্ন, দুপুর – ১.৩০
৯ নভেম্বর : প্রথম সেমিফাইনাল, সিডনি, দুপুর – ১.৩০
১০ নভেম্বর : দ্বিতীয় সেমিফাইনাল, অ্যাডিলেড, দুপুর – ১.৩০
১৩ নভেম্বর : ফাইনাল, মেলবোর্ন, দুপুর -১.৩০
For all the latest Sports News Click Here