২১তম গ্রান্ড স্ল্যাম, ৭তম উইম্বলডন জয়ের পথে একাধিক নজির জকোভিচের
শুভব্রত মুখার্জি: ভারতীয় সময় রবিবাসরীয় সন্ধ্যায় উইম্বলডনের পুরুষ সিঙ্গেলস বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল নোভাক জকোভিচ এবং নিক কিরগিয়স। ফাইনালে নোভাকের সামনে সুযোগ ছিল তার কেরিয়ারের ২১তম গ্রান্ড স্ল্যাম জয়ের। পাশাপাশি তার সামনে সুযোগ ছিল পরপর চারবার উইম্বলডন জয়-সহ সপ্তম খেতাব জেতা। অপরদিকে নিক কিরগিয়সের সামনে সুযোগ ছিল তার প্রথম গ্রান্ড স্ল্যাম জয়ের। প্রথম সেট জিতে নিক কিরগিয়স দুর্দান্ত শুরু করেছিলেন। তবে তারপরেই ম্যাচে কার্যত খেই হারান তিনি। দুরন্ত কামব্যাকে চার সেটের লড়াই জিতে শিরোপা জয় নিশ্চিত করেন নোভাক জোকোভিচ। আর সেই শিরোপা জয়ের পথেই তিনি গড়ে ফেলেন একাধিক নজির।
রবিবাসরীয় ফাইনালে নোভাকের পক্ষে খেলার ফল ছিল ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৩)। চার সেটের এই তুল্যমূল্য লড়াইয়ের ফাইনাল জেতার পথে নোভাক কী কী নজির গড়লেন আসুন জেনে নেওয়া যাক একঝলকে:
১) এটি নোভাকের কেরিয়ারের ২১ তম গ্রান্ড স্ল্যাম জয়। ফেডেরার দখলে রয়েছে ২০ টি এবং নাদালের দখলে রয়েছে ২২ টি গ্রান্ড স্ল্যাম।
২) কেরিয়ারের ৭তম উইম্বলডন খেতাব জিতে স্পর্শ করলেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে। ৮ টি উইম্বলডন জিতে ওপেন এরাতে শীর্ষস্থানে রয়েছেন রজার ফেডেরার।
৩) ৭টির মধ্যে চারটি উইম্বলডনের খেতাব ৩৫ বছর বয়সি নোভাক জকোভিচ জিতেছেন শেষ চার বছরে। সেক্ষেত্রেও তিনি স্পর্শ করেছেন পিট সাম্প্রাসকে। তাদের আগে রয়েছেন রজার ফেডেরার এবং বিয়র্ন বর্গ। যারা ৫টি অরে উইম্বলডনের খেতাব পরপর জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন।
৪) ৩০ বছর বয়স পেরনোর পরে এটি নোভাকের নবম খেতাব। যা তাকে এই বিরল লিস্টে নাদালকে টপকে শীর্ষে পৌঁছে দিয়েছে।
৫) গ্রান্ড স্ল্যাম ফাইনালে জেতা-হারার নিরীখেও শীর্ষে রয়েছেন নোভাক। তার রেকর্ড ২১-১১। দ্বিতীয় স্থানে থাকা নাদালের রেকর্ড ২২-৮। তৃতীয় স্থানে থাকা রজার ফেডেরারের রেকর্ড ২০-১১।
For all the latest Sports News Click Here