২০ বছরে পা রাখলেন নাইসা, মেয়ের জন্মদিনে বিশেষ আয়োজন করলেন অজয়-কাজল
গ্ল্যামার জগতের সঙ্গে তাঁর ছোট থেকেই যোগসূত্র। বাবা, মা, দিদা, মাসি, ঠাকুরদা থেকে পরিবারের একাধিক ব্যক্তিত্ব গ্ল্যামার জগতের অংশ। তাই হামেশাই লাইমলাইট তাঁর উপরে থাকে। ২০ এপ্রিল। দেখতে দেখতে ২০ বছরে পা দিলেন অজয় দেবগন এবং কাজল কন্যা নাইসা দেবগন। ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন তারকা দম্পতি।
অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় বোনঝি নাইসার অন্তরঙ্গ জন্মদিন পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নাইসার একপাশে দাঁড়িয়ে তাঁর বাবা অজয় দেবগন এবং অন্য়পাশে দাঁড়িয়ে ঠাকুমা দেবগন। টেবিলে রাখা কেকের উপর মোমবাতিতে ফুঁ মেরে কেকে কাটলেন নাইসা। পাশে থাকা সকলে হ্যাফি বার্থ ডে গেয়ে উঠেছেন।
নাইসার পরনে ধূসর রঙের টপ এবং ঢিলেঢালা প্যান্ট। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেছেন অজয় এবং কাজল দুজনেই। দেখুন নাইসার জন্মদিনে কেক কাটার ভিডিয়ো-
১৯৯৫ সালে ‘হালচাল’ ছবির শ্যুটিং চলাকালীন সেটে পরিচয় হয় অজয় দেবগণ এবং কাজলের। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘রাজু চাচা’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘তানাজি’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন অজয় এবং কাজল। ২০০৩ সালে মেয়ে নাইসার জন্ম, ২০১০ সালে ছেলে যুগের মা হন কাজল।
বলিউডে এখনও অভিষেক হয়নি কাজল এবং অজয় দেবগনের কন্যা নাইসার। তবুও লাইমলাইট কখনই সরেনি তাঁর উপর থেকে। অভিনয় করেন না ঠিকই। তবে প্রতি মুহূর্তেই আতস কাছের নীচে থাকেন অজয়-কাজলের কন্যা। কখনও গায়ের রং, তো কখনও পোশাক, নানা কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সবই তারকা-সন্তান হওয়ার বিড়ম্বনা!
আপাতত বিদেশে থেকে পড়াশোনা করছেন নাইসা। সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। নতুন নতুন দেশ, শহরে ঘুরে বেড়ানো যেন তাঁর নেশা। ক্যামেরার সামনে আসার ইচ্ছে আদৌ কি তাঁর আছে? কাজলের উত্তর, ‘আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হল। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সে দিকে ওদের চালিত করাটাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।’
For all the latest entertainment News Click Here