২০৪ বল বাকি থাকতে আফগানদের গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা, পিছিয়ে পড়েও জিতল সিরিজ
আফগানিস্তানের বিরুদ্ধে হার দিয়ে ওডিআই সিরিজ শুরু করতে হয় শ্রীলঙ্কাকে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আফগানদের বিরুদ্ধে হারায় লঙ্কান ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। এমনটা হতে পারে তা হয়ত কল্পনাও করেনি দাসুন শনাকারা। প্রথম ম্যাচ হারলেও সেই ধারা আর তারা বজায় রাখেনি। দ্বিতীয় ওডিআই ম্যাচেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতে রেকর্ড গড়ে দ্বিমুথ করুনারত্নেরা।
তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাও সিরিজ তখনও পকেটে তুলতে পারেনি শ্রীলঙ্কা। সিরিজ পকেটে তোলার জন্য তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে ছিল লঙ্কানরা। তাই এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন তারা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি। অবশ্য এদিন গোটা ম্যাচ জুড়ে শ্রীলঙ্কার বোলাররা দাপট দেখাতে থাকে। কারণ মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় আফগানদের দৌড়।
আফগানিস্তানের অধিনায়ক মাত্র ৪ রান করে ফিরে যান। মহম্মদ নবি সর্বোচ্চ রান করেন। ২৩ বলে মাত্র ২টি বাউন্ডারির সৌজন্যে ২৩ রান করেন তিনি। বলা ভালো আফগানিস্তানের কোনও ক্রিকেটারই সম্মানজনক রান করতে পারেননি। সিরিজ পকেটে তুলতে আফগানদের নিয়ে কার্যত ছেলেখলা করল লঙ্কান বোলাররা। ৯ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৪ উইকেট নেন চামিরা। ৩ উইকেট নিয়েছেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। এছাড়াও ২টি উইকেট তুলে নেন লাহিরু কুমারা এবং ১টি নেন থিকশনা।
মাত্র ১১৭ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে খুব সহজেই সেই রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ১১৭ রান একেবারেই কঠিন নয় লঙ্কানদের জন্য। ফলে আফগান বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন পাথুম নিশঙ্কা এবং দ্বিমুথ করুনারত্নে। এই দুই ব্যাটারই অর্ধশতরান করেন। নিশঙ্কা ৩৪ বলে ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৫২ রান করেন। পাশাপাশি করুনারত্নে ৪৫ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ৭টি বাউন্ডারির সাহায্য়ে। ১ উইকেট হারিয়ে মাত্র ১৬ ওভারেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় শ্রীলঙ্কা। ৯ উইকেটে জিতে আফগানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ নিজেদের পকেটে তুলল শ্রীলঙ্কা। ম্যাচ এবং টুর্নামেন্টে সেরা হয়েছেন দুসমন্ত চামিরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here