২০২৪ সালের ইউরো কাপেও হ্যারি কেনদের দায়িত্বে থাকবেন সাউথগেটই- রিপোর্ট
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-২ হেরে ছিটকে যায় ইংল্যান্ড। হ্যারি কেনের পেনাল্টি মিস করা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই সঙ্গে ব্রিটিশ কোচ গ্যারেথ সাউথগেটের ভবিষ্যত নিয়েও শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সাউথগেট নিজে ইস্তফা না দিলেও, তাঁকে সরানো নিয়ে চর্চা শুরু হয়েছিল। এমন কী ইংল্যান্ডের কোচ হতে পারেন, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছিল।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গ্যারেথ সাউথগেটকেই আরও ২ বছরের জন্য ইংল্যান্ডের জাতীয় দলের কোচ হিসেবে বহাল রাখা হল। তিনিই পরবর্তী ২ বছর হ্যারি কেনদের দায়িত্ব সামলাবেন। ক্রিসমাসের আগেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: আর্জেন্তিনার সব মানুষ, সব সমর্থক তোমার দিকে তাকিয়ে রয়েছে- মেসিকে খোলা চিঠি ছেলের
ইংল্যান্ডের কিছু সংবাদমাধ্যম তো জানিয়েই দিয়েছিল, সাউথগেটের বিদায় নিশ্চিত। এমন কী থমাস টুচেল, মৌরিসিয়ো পচেত্তিনো, স্টিভ হল্যান্ড, হোসে মোরিনহোর নাও শোনা গিয়েছিল। যদিও ইংল্যান্ডের ফুটবল কর্তারা এঁদের কারও সঙ্গেই যোগাযোগ করেননি। বরং সাউথগেটের উপরেই তারা আস্থা রাখলেন।
আরও পড়ুন: এমবাপেদের আটকাতে প্ল্যান এ, বি, সি তৈরি রাখছেন মেসিদের কোচ
দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনায় বসেন ফুটবল কর্তারা। তিনি কাজ চালিয়ে যেতে আগ্রহী কিনা জানতে চান। সাউথগেট কাজ চালিয়ে যেতে রাজি হওয়ায় অন্য কারও সঙ্গেই কথা বলেননি বা কারও কথা ভাবেননি ইংল্যান্ডের ফুটবল কর্তারা।
আগে থেকেই ২০২৪ সাল পর্যন্তই সাউথগেটের সঙ্গে চুক্তি ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের। সেই চুক্তিই বজায় রাখা হচ্ছে। সাউথগেটকে নিয়ে ব্রিটিশ ফুটবল কর্তাদের কোনও অভিযোগ নেই। যে কারণে ২০২৪ সালের ইউরো কাপেও হ্যারি কেনদের দায়িত্বে থাকবেন সাউথগেটই।
For all the latest Sports News Click Here