২০২৩ কি ধোনির শেষ IPL?CSK-তে মাহির ১৫ বছর পূর্ণ করার শুভেচ্ছার সঙ্গে মিলল ইঙ্গিত
চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিতে ১৫ বছর পূর্ণ করে ফেলল মহেন্দ্র সিং ধোনি। আর সেই উপলক্ষেই টুইটারে ধোনিকে একটি আবেগঘন শ্রদ্ধা জানিয়েছে সিএসকে। দু’বারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘থালা’ হিসেবে উল্লেখ করেছে তারা। ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুমই সম্ভবত ধোনির শেষ বছর হবে। আর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ধোনিকে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই বিবেচনা করে থাকে।
ধোনির নেতৃত্বে সিএসকে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ সালে চারটি আইপিএল ট্রফি জিতেছে। কিংবদন্তি উইকেট-রক্ষক ২০০৮ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন। সিএসকে-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করা হয়েছে, ‘১৫ বছর আগের ঘটনা! যখন থালা আমাদের ইয়েলোভে পা দিয়েছিল! #WhistlePodu #VaaThala #Yellove।’
চেন্নাই সুপার কিংস গত বছরের বিপর্যয়ের পর, এই মরশুমে আরও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়েই লড়াই শুরু করবে। চার বারের আইপিএল বিজয়ীরা ২০২২ সালে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছিল।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শুক্রবার আইপিএল ২০২৩-এর আসন্ন মরসুমের সময়সূচী প্রকাশ করেছে। আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচটি হবে ৩১ মার্চ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে। ২৮মে ২০২৩ আইপিএল ফাইনাল হবে।
আরও পড়ুন: বড় ধাক্কা CSK-র, পিঠের চোটের অস্ত্রোপচারের জন্য ৩-৪ মাসের জন্য বাইরে জেমিসন
১৪মে চেন্নাইয়ের আইকনিক চিপক স্টেডিয়ামে ধোনি তাঁর শেষ আইপিএল খেলা খেলতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। যদি সিএসকে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়, তা হলে ধোনির বিদায়ী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (CSK বনাম KKR) বিরুদ্ধে হতে পারে।
ইনসাইডস্পোর্টের একটি প্রতিবেদন অনুসারে, সিএসকে ম্যানেজমেন্ট মনে করছে যে, মহেন্দ্র সিং ধোনি টুর্নামেন্ট শুরুর আগে তাঁর আইপিএল অবসরের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেবে।
আরও পড়ুন: ভারতের হয়ে নয়, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেই ২২ গজে ফিরবেন বুমরাহ
সিএসকে-এর এক আধিকারিক ইনসাইডস্পোর্টকে বলেছেন, ‘আমরা মনে করছি, এই বছরই ওঁর শেষ হবে। কারণ তিনি তাঁর প্রিয় স্টেডিয়ামে খেলে আইপিএল-কে বিদায় জানাতে চান। যাই হোক না কেন, আইপিএলের শুরুতে সেই বিষয়ে আমাদের স্পষ্টতা থাকা উচিত।’
সিএসকে অধিনায়ক হিসেবে ধোনির স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে এবং বেন স্টোকস। উভয়ই ভালো নেতা এবং তাঁদের খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে তাঁদের বয়সটা বেশি।
For all the latest Sports News Click Here