২০২৩-এর শুরুতে বাংলাদেশে বসবে বিশ্বকাপের আসর,নিশ্চিত করলেন ICC-র চিফ এক্সিকিউটিভ
চলতি বছরের শুরুতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুব দল। মার্চেই বসছে আইসিসি মহিলা বিশ্বকাপের আসর। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। সেই রেশ কাটতে না কাটতে নতুন বছরে ফের আয়োজিত হবে মেয়েদের বিশ্বকাপ। যদিও সিনিয়র দলের নয়, অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩-এর জানুয়ারিতে। এমনটাই জানিয়েছেন আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডিস।
এই প্রথমবার অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উদ্বোধনী আসর বসবে বাংলাদেশে। আইসিসির সিইও টুর্নামেন্টের কথা ঘোষণা করে আশা প্রকাশ করেন যে, মেয়েদের ক্রিকেটের শক্তিশালি সাপ্লাই লাইন তৈরি করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়। সুতরাং মেয়েদের টি-২০ বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উল্লেখ্য, ২০২৩ সালে ভারতে আয়োজিত হবে ছেলেদের ওয়ান ডে বিশ্বকাপ। সুতরাং, একটানা বেশ কয়েকটি আইসিসি ইভেন্ট আয়োজিত হবে ২০২২ ও ২০২৩ সালে।
For all the latest Sports News Click Here