২০২২ PL-এ CSK-তে যোগ দেবেন অশ্বিন? জল্পনা বাড়ালেন ভারতীয় স্পিনার নিজেই
২০২২ আইপিএলে নতুন দুই দলের সংযোজন উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন দল, প্লেয়ারদের দল বদল, পুরনো দলে ফিরে আসার ধুম, এখন থেকেই একেবারে হইহই ব্যাপার। এরই মাঝে জোর গুঞ্জন, নিজের পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার।
নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠানে এক ভক্তের প্রশ্নের উত্তরে অশ্বিন বলেছেন, সিএসকে তাঁর মনের খুব কাছেই রয়েছে। এবং তিনি ‘ঘরে ফিরতে’ আগ্রহী। তবে সবটাই এখন নিলামের উপর নির্ভর করবে।
তবে অশ্বিন পরিষ্কার বলে দিয়েছেন, ‘সিএসকে আমার হৃদয়ের খুব কাছেই রয়েছে। আমার জন্য সিএসকে অনেকটা স্কুলের মতো। সেখানেই আমি প্রি-কেজি, এল-কেজি, ইউ-কেজি, স্কুলের প্রাথমিক অধ্যায়টা শেষ করেছি। তারপর আমি আমার মিডল স্কুল, হাই স্কুল এবং তার পর ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা দিয়েছি। তার পর আমি দুই বছর ক্লাস ইলেভেন এবং টুয়েলভ শেষ করেছি। এর পর আমি জুনিয়র কলেজ করেছি। সব কিছু শেষ করার পরে বাড়িতে ফিরতেই হয়। আর আমিও বাড়ি ফিরতে চাই। কিন্তু সবটাই নির্ভর করছে নিলামের উপর।’
আইপিএলের প্রথম বছরেই অশ্বিনকে আনক্যাপড ভারতীয় স্পিনার হিসেবে দলে নিয়েছিল সিএসকে। ২০১০ সালের জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল অশ্বিনের।
সিএসকে দুই বছরের জন্য সাসপেন্ড হওয়ায় অশ্বিন আইপিএলের ২০১৬ এবং ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টে যোগ দেন। যেখানে ১৪টি ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ২০১৮ সালে সিএসকে তাদের দলে নেয়নি অশ্বিনকে। তিনি পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিয়েছিলেন। সেখানে দুই বছর থাকার পর ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন।
২০২২ আইপিএলের জন্য অশ্বিনকে রিটেন করেনি দিল্লি। তবে ২০২২ আইপিএলের নিলামে যে দলেই অশ্বিন সুযোগ পান না কেন, নিজের সেরাটা দেওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। অশ্বিন বলেছেন, ‘এ বার ১০টি দল রয়েছে। ১০টি দলের তাদের নিজেদের স্ট্র্যাটেজি থাকবে। তাদের প্রত্যেকেরই চিন্তাভাবনা আলাদা। কেউই জানে না, কে কোন দলে খেলবে। প্রথম একাদশে সুযোগ পাবে কিনা! তাই দেখা যাক নিলামে কী হয়। কিন্তু একজন পেশাদার হিসেবে, আমি যেখানেই যাই না কেন, নিজের সেরাটা দেবো। কারণ একটি ফ্র্যাঞ্চাইজি বহু অর্থব্যায়ে ভরসা করে একজন প্লেয়ারকে দলে নেয়। তাদের জন্য আমি নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত।’
For all the latest Sports News Click Here