২০২২-এ সব ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ মিস করলেন কোহলি!
এমনিতেই বিরাট কোহলি মারাত্মক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমন কী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টিতেও অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছেন। তার উপর আবার তাঁর কুঁচকির চোট গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে। যার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ওডিআই-এও অনিশ্চিত কোহলি। এই পরিস্থিতিতে কোহলিকে দল থেকে বাদ দেওয়া নিয়ে সরব অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। এই পরিস্থিতিতে একটি পরিসংখ্যান সামনে এসেছে, যা দেখলে কোহলিকে দল থেকে বাদ দেওয়ার দাবি আরও জোরালো হবে।
আরও পড়ুন: ‘রোহিতের প্রতিভা আছে, ওর নেই’, কোহলিকে বেনজির আক্রমণ পাক ব্যাটারের
এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই বছর ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত কোহলি মোট ১৯টি ম্যাচ মিস করলেন। কী কী ম্যাচ বিরাট কোহলি মিস করলেন, দেখে নিন এক নজরে:
১) চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।
২) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।
৩) শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়।
৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পান।
৫) ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও তিনি অনিশ্চিত। খেলতে না পারলে ম্যাচ মিসের সংখ্যাটা বাড়বে।
৬) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘সচিন-রাহুল-আমিও এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি’, কোহলির পাশে দাঁড়ালেন সৌরভ
৩৩ বছরের তারকা এজবাস্টন টেস্টে মাত্র ১১ এবং ২০ রান করতে পেরেছিলেন। এর পর টি-টোয়েন্টিতে তাঁর দু’টি ইনিংস মিলিয়ে মাত্র ১২ রান করেন তিনি। আইপিএল থেকে জাতীয় দল কোহিলর খারাপ ফর্মের ধারা অব্যাহত। ২০১৯ সালে নভেম্বরে শেষ বার সেঞ্চুরি করেছিলেন তিনি। তার পর থেকে তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। স্বাভাবিক ভাবেই দিনে দিনে চাপ বাড়ছে প্রাক্তন ভারত অধিনায়কের।
For all the latest Sports News Click Here