২০১৯ বিশ্বকাপের সেমির থেকেও খারাপ! চূড়ান্ত অস্বস্তিকর ‘নজির’ টিম ইন্ডিয়ার
তিন বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে এরকম পরিস্থিতির মুখে কখনও পড়তে হয়নি। কিন্তু বৃহস্পতিবার লর্ডসে সেই অস্বস্তিকর ‘নজির’ হজম করতে হল ভারতকে। কী সেই ‘নজির’?
২০১৯ সালের বিশ্বকাপে ভারতকে ২৪০ রান তাড়া করতে হত। কিন্তু ১৯ রানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই হারের পর থেকে একদিনের ক্রিকেটে সর্বনিম্ন যে রান তাড়া করতে ব্যর্থ হয়েছে, সেটা হল ২৪৭। যে লক্ষ্যমাত্রা বৃহস্পতিবার লর্ডসে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ১৪৬ রানেই গুটিয়ে যায় ভারত। হেরে যায় ১০০ রানে।
আরও পড়ুন: IND vs ENG: কোহলি প্রসঙ্গে প্রশ্ন করতেই রেগে গেলেন রোহিত! বিরাটকে নিয়ে কী বললেন হিটম্যান?
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচ
বৃহস্পতিবার লর্ডসে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালো করলেও বড় জুটি গড়তে ব্যর্থ হন ইংরেজরা। বিশেষত যুজবেন্দ্র চাহালের সামনে ইংল্যান্ডের টপ এবং মিডল-অর্ডার আত্মসমর্পণ করেন। শেষপর্যন্ত মইন আলি (৬৪ বলে ৪৭ রান) এবং ডেভিড উইলির (৪৯ বলে ৪১ রান) সৌজন্যে ২৪৬ রান তোলে ইংল্যান্ড। ১০ ওভারে ৪৭ রান দিয়ে চার উইকেট নেন চাহাল। দুটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ। মহম্মদ শামি এবং প্রসিধ কৃষ্ণা একটি করে উইকেট পান।
মামুলি রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। তৃতীয় ওভারেই আউট হয়ে যান রোহিত শর্মা। তারপর শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শিখর ধাওয়ান আউট হতেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। শেষপর্যন্ত ৩৮.৫ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যান রোহিত। সর্বোচ্চ ২৯ রান করেন হার্দিক এবং রবীন্দ্র জাদেজা। ৯.৫ ওভারে ২৪ রানে ছয় উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রিসি টপলি।
For all the latest Sports News Click Here