২০১৭ সাল থেকে পুণের মাঠে জিততে পারেনি RCB! এবার কী অতীতের সব ছবি বদলাবে?
২০২২ আইপিএল-এ যেই দলের দিকে সব থেকে বেশি নজর থাকবে তারা হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০০৮ সাল থেকে টানা আইপিএল খেলছে আরসিবি। কিন্তু এখনও এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির পরিবর্তে এবার দলের দায়িত্ব পেয়েছেন ফাফ ডু’প্লেসি। এখন দেখার ব্যাঙ্গালোর তাদের ইতিহাস বদলাতে পারে কিনা। কারণ এবারের গ্রুপ লিগের সবকটি ম্যাচ হবে পুণে ও মুম্বইয়ে। এই মাঠ গুলোতে কেমন ছিলRCB-র রেকর্ড। চলুন দেখে নেওয়া যাক চার মাঠে আরসিবির অতীতের কিছু রেকর্ড।
ওয়াংখেড়ে স্টেডিয়াম:
২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছিল ব্যাঙ্গালোর। এরপরে২০১১ সালের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিলRCB। পরের বছর ২০১২ সালেমুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছিল ব্যাঙ্গালোর। এরপরে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত সাত বছর এগিয়েছিল মুম্বই। কারণ ২০১৫ সাল বাদে বাকি বছর গুলোতে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২০২১ সালে এই মাঠে ফের জিতেছিলRCB কিন্তু সেই বছর রাজস্থনকে হারালেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল। চলতি বছরে রাজস্থান, দিল্লি, হায়দরাবাদ ও গুজরাটের বিরুদ্ধে এই মাঠে খেলতে নামবেRCB.
ডিওয়াই পাটিল স্টেডিয়াম:
এই স্টেডিয়ামে ২০২২ সালে গ্রুপ লিগের চারটি ম্যাচ খেলবে ব্যাঙ্গালোর। পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে এই বছরে খেলতে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তবে এই মাঠে এখনও একবার জয় ও একবারের হারের মুখ দেখতে হয়েছিল ব্যাঙ্গালোরকে। ২০১০ সালে ডেকান চার্জাসকে হারালেও ২০১৩ সালে এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরেছিলRCB.
ব্র্যাবোর্ন স্টেডিয়াম:
এই স্টেডিয়ামে ২০১০ সালে এটকিই ম্যাচ খেলেছিল সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়েছিলRCB.এই মাঠে এবারে তিনটি ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। মুম্বই, রাজস্থান ছাড়াও চেন্নাইয়ের সঙ্গে এই মাঠেRCB কে খেলতে দেখা যাবে।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম:
পুণের মাঠে কিছুটা এগিয়ে থাকবেRCB. কারণ এই মাঠে প্রথম চার বছরেই চারটি জিতেছিল ব্যাঙ্গালোর। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই মাঠে প্রতিপক্ষের উপর রাজত্ব করেছিল ব্যাঙ্গালোর। তবে ২০১৭ সালে এই মাঠে প্রথম হারে এরপর ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও হেরেছিলRCB. এবার এই মাঠে ফের জয়ে ফিরতে চায় বিরাট কোহলিরা। এই মাঠে চলতি বছরে তিনটি ম্যাচ খেলবে ব্যাঙ্গালোর। মুম্বই, রাজস্থান ও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে ফের এমসিএ-তে রাজত্ব করতে চাইবেRCB.
For all the latest Sports News Click Here