২০১৬-র ২৩ মার্চ লজ্জায় ডুবেছিল বাংলাদেশ, ৬ বছর পরে সেই একই দিনে ইতিহাস শাকিবদের
৬ বছরের ব্যবধানে হতাশার ২৩ মার্চেই রচিত হল গৌরবগাথা। যে দিনটিকে বাংলাদেশের ক্রিকেটপ্রমীরা বরাবরের জন্য ভুলে যেতে চেয়েছিল, ঠিক সেই দিনটিই চিরস্মরণীয় হয়ে রইল ওদেশের ক্রিকেট ইতিহাসে।
২০২২-এর ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে পরাজিত করে বাংলাদেশ। এই প্রথমবার তারা দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জেতে। স্বাভাবিকভাবেই এমন ঐতিহাসিক সিরিজ জয়ের দিনটিকে কীভাবেই বা ভুলতে পারবে বাংলাদেশ!
তবে ছবিটা পুরোপুরি ভিন্ন ছিল বছর ছয়েক আগে। ২০১৬ সালের ২৩ মার্চ টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে এমনভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে, যা তাদের ক্রিকেট ঐতিহ্যকে খাটো করতে বাধ্য। কেননা সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের এতটাই অপরিণত দেখিয়েছিল যে, হাতের মুঠোয় থাকা ম্যাচ উপহার দিয়েছিল ভারতকে।
কী ঘটেছিল ২৩ মার্চ ২০১৬ তারিখে: বেঙ্গালুরুতে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের ৭ উইকেটে ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ফেলে। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল বাংলাদেশের। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে ১ রান নেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দু’টি চার মারেন মুশফিকুর। সুতরাং ৩ বলে ৯ রান তুলে ফেলে বাংলাদেশ। ম্যাচ টাই করতে তাদের দরকার ছিল ৩ বলে ১ রান। জিততে প্রয়োজন ছিল ২ রান।
এমন অবস্থায় বেশিরভাগ দলই আগে স্কোর লেভেল করার কথা ভাববে। তবে চতুর্থ বলে অযথা উইকেট দিয়ে আসেন মুশফিকুর। পঞ্চম বলে আউট হন মাহমুদুল্লাহ। শেষ বলে রান-আউট হন মুস্তাফিজুর। বাংলাদেশ ১ রানে ম্যাচ হারে।
২৩ মার্চ ২০২২-এ কী ঘটে: সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ ওভারে মাত্র ১৫৪ রানে অল-আউট করে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জেতেন তামিমরা। ২-১ ব্যবধানে সিরিজের দখল নেয় বাংলাদেশ।
For all the latest Sports News Click Here