২০১৫ সাল থেকে নজরে, ‘ট্রেড’ করে দিল্লির থেকে শ্রেয়সকে নেওযারও ছক কষেছিল KKR!
বহুদিন থেকেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নজরে ছিলেন শ্রেয়স আইয়ার। ২০১৫ সালের নিলামে তাঁর জন্য ঝাঁপানো হয়েছিল। নিলামে না পাওয়ায় পরবর্তীতে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে‘ট্রেড’-র মাধ্যমে শ্রেয়সকে নেওয়ার ভাবনাচিন্তাও করা হয়েছিল। এমনই রহস্য ফাঁস করলেন নাইট সিইও বেঙ্কি মাইসোর।
আরও পড়ুন: IPL 2022: ৩৮ ওভারে ১ বলও করেননি, তাও RCB ম্যাচে ১৯তম ওভারে কেন বেঙ্কটেশ? ব্যাখ্যা শ্রেয়সের
সাংবাদিক বোরিয়া মজুমদারের অনুষ্ঠানে শ্রেয়সের প্রসঙ্গে নাইট সিইও বলেন, ‘শ্রেয়সকে আমরা দীর্ঘদিন ধরে নজরে রেখেছিলাম। ও যখন ২০১৫ সালে প্রথম নিলামে যোগ দিয়েছিল, আমরা ওর জন্য প্রথম দর হেঁকেছিলাম। দিল্লি (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) জোরদার টক্কর দিয়েছিল। সেইসময় আমাদের পক্ষে যতটা সম্ভব, ততটা দর হেঁকেছিলাম। আমরা ওর প্রতিভায় বরাবরই মুগ্ধ। ওকে সবসময় দলে নিতে চাইতাম।’
দিল্লিতে গেলেও শ্রেয়সের থেকে নজর সরেনি কেকেআরের। এমনকী‘ট্রেড’-র মাধ্যমে শ্রেয়সকে কেকেআরে নেওয়ার পরিকল্পনাও করেছিলেন নাইট সিইও। যদিও সেইসময় সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছিল। ওই অনুষ্ঠানে বেঙ্কি বলেন, ‘যখনও কোনও খেলোয়াড়কে দলে নিয়েছে কোনও ফ্র্যাঞ্চাইজি এবং তাঁকে রিটেন করেছে, তখন তাঁকে নেওয়ার চেষ্টা করার প্রশ্নই ওঠে না। তবে চালাকি করে আমি ট্রেডের (নিলাম ছাড়াই অপর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনার ভিত্তিতে কোনও খেলোয়াড়কে দলে নেওয়া) বিষয়টা একবার তুলেছিলাম। কিন্তু সেই বিষয়টি দ্রুত খারিজ হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন: IPL 2022: RCB-র কাছে একটুর জন্য হারলেও এই ৬ কারণে ব্যাপক স্বস্তিতে আছে KKR!
শেষপর্যন্ত চলতি বছর কেকেআরের মনবাসনা পূর্ণ হয়। আইপিএলের মেগা নিলামে শ্রেয়সকে ১২.২৫ কোটি টাকায় নেয় নাইট শিবির। তাঁর হাতেই কেকেআরের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে নাইট সিইও বলেন, ‘(এবার) ও নিলাম থাকায় আমাদের সামনে সুযোগ এসেছিল। একেবারে পরিকল্পনামাফিক আমরা তৈরি ছিলাম। আমরা অত্যন্ত ভাগ্যবান ছিলাম। ওকে পাওয়ার পরই আমরা সবাই আনন্দে ফেটে পড়েছিলাম।’ সঙ্গে বলেন, ‘ওর মধ্যে প্রচুর আত্মবিশ্বাস আছে।’
For all the latest Sports News Click Here