২০১৩ বার্সেলোনাতে ট্রান্সফার কেস জালিয়াতি, নেমারের বিরুদ্ধে শুনানি শুরু
শুভব্রত মুখার্জি
কাতার বিশ্বকাপের আগেই ব্রাজিল সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েই শুরু হল তাদের তারকা ফুটবলার নেমার জুনিয়রের শুনানি। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব স্যান্টোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ট্রান্সফার হয়ে আসেন নেমার জুনিয়র। সেই ট্রান্সফারের সময় কালেই ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস, যারা সেই সময়ে নেমারের হয়ে এই চুক্তি করেছিল, তাদেরকে প্রাপ্য টাকা দেওয়া হয়নি। ফলে নেমার এবং বার্সেলোনা ক্লাবের বিপক্ষে আদালতে মামলা করা হয় ডিআইএসের তরফে।
ব্রাজিলের যে সংস্থা যারা স্যান্টোসে থাকাকালীন নেমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল, তারা আদালতে অভিযোগ দায়ের করেছে। নেমারকে সেই সময় প্রায় ৪৬০ কোটি টাকা দিয়েছিল বার্সা। ব্রাজিলীয় সংস্থার অভিযোগ, সেই ট্রান্সফার ফি নাকি প্রায় ৬৪২ কোটি টাকারও বেশি ছিল। চুক্তিতে গরমিল করার অভিযোগ ওঠে। নেমারের বাবা তথা তাঁর এজেন্ট নেমার স্যান্টোস সিনিয়র, বার্সার তৎকালীন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্দ্রো রাসেল ও স্যান্টোসের এক ডিরেক্টর ওদিলিয়ো রদ্রিগেস চুক্তিতে গরমিল করেছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: সাম্বা ঝড়ে ০-৫ বিধ্বস্ত হয়ে একরাশ লজ্জা নিয়ে ছিটকে গেল ভারত
২০১৭ সালে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ব্রাজিলের ফুটবলার। স্পেনের হাই কোর্টে সেই মামলা খারিজ করে দেওয়ার জন্য আবেদনও করেছিলেন তিনি। আদালত যদিও তা মানেনি। ব্রাজিলের সেই লগ্নিকারী সংস্থার তরফে বৃহস্পতিবার নেমারের পাঁচ বছরের কারাদণ্ডের আর্জি জানানো হয়েছে আদালতে। সেই সঙ্গে প্রায় ১২০৪ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ বার স্পেনের আদালতে নেমারের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে।
নেমার এবং বার্সেলোনার বিপক্ষে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। প্যারিস থেকে ব্যক্তিগত বিমানে স্পেনে উড়ে আসেন নেমার। বার্সেলোনা কোর্টহাউসে এ দিন দু’ঘন্টা শুনানিতে উপস্থিত ছিলেন তিনি। তার পরে অবশ্য বিচারক নেমারকে কোর্টকক্ষ ছাড়ার অনুমতি দেওয়া দেন। শুক্রবার ফের তাঁর শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: জোসেফের জোড়া গোল, ভবানীপুরকে ৩-০ উড়িয়ে লিগ জয়ের পথে আরও এক ধাপ এগোল মহমেডান
ডিআইএসের তরফে নেমারের ৫ বছরের জেল এবং সর্বমোট ১৪৯ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করা হয়েছে। নেমারের পাশাপাশি স্যান্টোস-বার্সেলোনা ৩০ সদস্যের বিরুদ্ধেও করা হয়েছে অভিযোগ। এই তালিকায় রয়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্দ্রো রাসেল ও স্যান্টোসের এক ডিরেক্টর ওদিলিয়ো রদ্রিগেস। এ দিন কালো ব্লেজার পরে নেমার এবং তাঁর বাবা কোর্টে উপস্থিত হন। বার্সার তৎকালীন প্রেসিডেন্ট রসেলের সঙ্গে নেমারদের হাসি ঠাট্টাও করতে দেখা যায় কোর্টের লবিতে।
বিচারক হোসে ম্যানুয়েল ডেল অ্যামো স্যাঞ্চেজ ,নেমারের উদ্দেশ্যে মজা করে বলেন, পিএসজি ম্যাচে একমাত্র গোলটি করার পরে তিনি নিশ্চয় খুব ক্লান্ত। ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএসের অভিযোগ স্যান্টোস থেকে বার্সেলোনাতে নেমার এসেছেন ৮২ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেখানে তাদেরকে দেখানো হয়েছিল এই চুক্তি হয়েছে মাত্র ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ফলে ডিআইএস তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছে। আর সেই কারণেই এই জালিয়াতির মামলা।
For all the latest Sports News Click Here