২০১১-য় যুবরাজ যেটা করেছেন, এবার জাদেজা পালন করবেন সেই ভূমিকা, আশাবাদী শ্রীকান্ত
শুভব্রত মুখার্জি: ভারতে অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। দীর্ঘ ১২ বছর পরে ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজন করবে ভারতীয় দল। ১৯৮৭ এবং ১৯৯৬ সালের বিশ্বকাপ ভারত আয়োজন করলেও তা তারা করেছিল যৌথভাবে। তবে এবার এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে তারা। একে ঘরের মাঠে বিশ্বকাপ, তার উপরে দীর্ঘদিন আইসিসি ট্রফি জেতেনি ভারত। সবমিলিয়ে বিশ্বকাপ জয়ের বাড়তি প্রত্যাশার চাপ থাকবে ভারতীয় দলের উপরে।
আর এমন আবহেই ভারতীয় দলের নায়ক হয়ে উঠতে পারেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২০১১ সালে ভারতের জয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং, ঠিক সেই এক ভূমিকায় অবতীর্ণ হতে পারেন রবীন্দ্র জাদেজা বলেই মত ১৯৮৩ সালে ভারতের হয়ে বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্তের।
তবে শ্রীকান্ত মনে করেন জাদেজার পাশাপাশি তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে অক্ষর প্যাটেলেরও। শ্রীকান্তের মতে জাদেজা, অক্ষরদের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত তাদের ইতিহাসে তৃতীয় ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি জিতবে কিনা তা অনেকটাই নির্ভর করবে এই দুই অলরাউন্ডারের পারফরম্যান্সের উপরে।
আরও পড়ুন:- TNPL 2023: ব্যাটে-বলে মরিয়া লড়াই সাই কিশোরের, দল হারায় ব্যর্থ হল বিজয় শঙ্করের মারকাটারি ইনিংস
ভারত দুবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে। ১৯৮৩ এবং ২০১১ সালে তারা বিশ্বকাপ জয় করেছে। আর দুবারেই ভারতীয় দল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অলরাউন্ডাররা। ১৯৮৩ সালে মহিন্দর অমরনাথ, মদন লাল, কপিল দেব এবং রজার বিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১১ সালে সেই ভূমিকাই পালন করেছেন যুবরাজ সিং। আর সেই কারণেই সেবার টুর্নামেন্টের সেরা হয়েছিলেন যুবরাজ সিং। ২৭ জুন বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দলকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। আর এমন আবহেই জাদেজার মধ্যে ২০১১ সালের যুবরাজ সিং হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন শ্রীকান্ত।
আরও পড়ুন:- MPL 2023: রুতুর দলকে ছুটি করিয়ে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ফাইনালে কেদার যাদবের কোলাপুর
বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ভারতীয় পরিবেশ এবং পরিস্থিতিতে বেশ কয়েকটি উইকেটে ভালো স্পিন করবে বল। অস্ট্রেলিয়ার মতন এখানকার উইকেটে অত বেশি অতিরিক্ত বাউন্স থাকবে না। ইংল্যান্ডের মতন এখানে বল অত্যধিক সুইংও করবে না। আর এটাই ভারতের কাছে অন্যতম বড় অ্যাডভান্টেজ হতে চলেছে। ২০১১ বিশ্বকাপেও আমরা দেখেছি একাধিক ম্যাচে অলরাউন্ডাররা সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের ওই বিশ্বকাপে দারুন একটা দল ছিল। এমএস ধোনি দলকে খুব ভালো নেতৃত্ব দিয়েছিল। সেই সময়ে আমাদের দলে যুবরাজ সিং ছিল। আমি বিশ্বাস করি ২০১১ সালে আমাদের হয়ে যে ভূমিকাটা পালন করেছিল যুবরাজ সিং, এবারের বিশ্বকাপে সেই ভূমিকাই পালন করতে চলেছে রবীন্দ্র জাদেজা। আমি মনে করি জাদেজা, অক্ষর প্যাটেলরা ভারতের হয়ে এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ২০২৩ সালের বিশ্বকাপ যদি ভারতকে জিততে হয় তাহলে জাদেজা, অক্ষরদের ভালো পারফরম্যান্স করাটা খুব গুরুত্বপূর্ণ।’
For all the latest Sports News Click Here