২০০ হাতছাড়া করার হতাশা নয়, বরং দলের হয়ে ম্যাচ বাঁচাতে পেরে সন্তুষ্ট বাবর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচিতে প্রায় গোটা দুই দিন ব্যাট করে অভূতপূর্ব ভাবে দ্বিতীয় টেস্ট ড্র করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ম্যারাথন ১৯৬ রানের ইনিংস ম্যাচ বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে এমন এক ঐতিহাসিক ইনিংস খেলেও নিজের থেকে দলের বাকিদেরই অধিক কৃতিত্ব দিচ্ছেন বাবর।
ম্যাচের চতুর্থ ইনিংসে বাবরের ১৯৬ রানই অধিনায়ক হিসাবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ। এই ইনিংসের পর বাবর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমার মনে হয় দলের সকলের কৃতিত্বটা অনেক বেশি। প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং করে অল্প রানে আউট হওয়ার পর আত্মবিশ্বাস দেখিয়ে দল যেভাবে ম্যাচে ফিরেছে, তার জন্য বাহবা প্রাপ্য। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে এই ইনিংসটা নিঃসন্দেহে আমার অন্যতম সেরা একটা ইনিংস, কারণ এটা দলকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছে।’
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে পাকিস্তান মাত্র ১৪৮ রানেই অলআউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে তাদের প্রায় দু’দিন ব্যাট করে ম্যাচ বাঁচাতে হত, লক্ষ্য ছিল ৫০৬ রান। তবে পঞ্চম দিনের শেষে সাত উইকেটের বিনিময়ে পাকিস্তান ৪৪৩ রান করার পরেই সমাপ্ত হয় ম্যাচ। বাবরের পাশাপাশি আব্দুলাহ শফিক ৯৬ ও মহম্মদ রিজওয়ান অপরাজিত ১০৪ করেন। এক বিশাল টার্গেটের এত কাছাকাছি চলে এসেছিল পাকিস্তান। কোনও সময় কি জয়ের জন্য ঝাঁপানোর পরিকল্পনা করেছিলেন বাবর?
এক্ষেত্রে উত্তরটা নেতিবাচকই। ‘দ্বিতীয় ইনিংসে সবাই নিজের ১০০ শতাংশ দিয়েছে, কারণ সবার মধ্যেই এই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ম্যাচ ড্র করতে পারব। আমরা একের পর এক সেশন ধরে এগোব বলে ঠিক করেছিলাম এবং একদমই বেশি দূরের বিষয় নিয়ে ভাবিনি।’ দাবি বাবরের। তিনি আরও জানান, পরপর বলে তিনি ও ফাহিম আশরফ আউট হয়ে যাওয়ার পরেই ম্যাচ ড্রয়ের প্রচেষ্টা করাটাই তাঁর কাছে শ্রেয় বলে মনে হয়েছে। প্রথম দুই টেস্ট ড্রয়ের পর সিরিজের তৃতীয় এবং অন্তিম ম্যাচটি ২১ মার্চ থেকে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে।
For all the latest Sports News Click Here