২০০ কোটির প্রতারণা মামলায় জ্যাকলিনের অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ল
জ্যাকলিন ফার্নান্ডিজের জন্য সাময়িক স্বস্তি। ২০০ কোটির প্রতারণার এই অভিযুক্তর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল আগামী ১০ই নভেম্বর পর্যন্ত। পাতিয়ালা হাউস কোর্ট শনিবার সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারিতে জ্যাকলিনের জামিনের মেয়াদ বাড়িয়েছে। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। জামিনের মূল আবেদন, এবং অপর সমস্ত আবেদন নিয়ে আদালতে শুনানি হবে আগামী ১০ই নভেম্বর।
পাশাপাশি এদিন আদালত ইডিকে নির্দেশ দিয়েছে এই মামলার চার্জশিট এবং অন্য সকল জরুরি তথ্য যেন অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়। এদিন অভিনেত্রীর জামিনের আবেদন শোনবার কথা ছিল আদালতের। আইনজীবী প্রশান্ত পাতিলের সঙ্গে আদালতে পৌঁছেছিলেন। জ্যাকলিনের জামিনের আবেদন নিয়ে ইডির জবাব জানতে চেয়েছে কোর্ট, পাশাপাশি অভিনেত্রীর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। গতবার অন্তর্বর্তী জামিনের জন্য ৫০,০০০ টাকা জমায়েত রাখতে হয়েছিল জ্যাকলিনকে।
গত ১৭ই অগস্ট দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভের তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী, দাবি ইডির। এমনকী ওয়েব সিরিজের লেখকের পারিশ্রমিক পর্যন্ত সুকেশের কাছ থেকে আদায় করেছিলেন নায়িকা।
যদিও সব অভিযোগ উড়িয়ে জ্যাকলিনের দাবি, তিনি নিজেই প্রতারণার শিকার। সুকেশ চন্দ্রশেখর এবং তাঁর সহযোগীদের অপরাধমূলক কাজের ফল ভুগতে হচ্ছে তাঁকে। নিজেকে ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেন জ্যাকলিন। জামিনের আবেদনে অভিনেত্রী জানিয়েছেন, সুকেশের কাজ থেকে দামী দামী উপহার নেওয়ার কথা অস্বীকার করছেন না তিনি, তবে সেগুলো অপরাধের টাকায় কেনা হয়েছে তা জানা ছিল না তাঁর।
সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দিজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছে সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছে সে। জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকবার কথা নিজের মুখেই ইডির আধিকারিকদের জানিয়েছে সুকেশ। যদিও নায়িকা সেকথা অস্বীকার করেছেন, তবে দুজনের ফাঁস হওয়ার ঘনিষ্ঠ ছবি সুকেশের দাবিকেই সত্যি প্রমাণ করছে।
For all the latest entertainment News Click Here