২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় ‘জরুরি বয়ান’ রেকর্ড করতে আদালতে ছুটলেন জ্যাকলিন
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় কোর্ট আর পুলিশ স্টেশনের চক্কর কেটেই চলেছেন জ্যাকলিন। বিতর্ক যেন থামবার নাম নিচ্ছে না। পাতিয়ালা কোর্ট গত ১৫ই নভেম্বর এই মামলায় জ্যাকলিনের জামিনের আবেদনে মঞ্জুরি দিয়েছে। কিন্তু চুপ করে বসে নেই তদন্তকারীরা। শনিবার দিল্লি পুলিশের ‘ইকোনমিক অফেন্স উইংস’ (EOW)-এর আধিকারিকদের সামনে আদালতেই বয়ান রেকর্ড করলেন জ্যাকলিন। ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে কিছু জরুরু তথ্য হাতে এসেছিল অভিনেত্রীর, সেটাই তদন্তকারীদের সঙ্গে ভাগ করে নেন জ্যাকলিন। অভিনেত্রীর বক্তব্য ফৌজদারি কার্যবিধির (সিআরপিএস) ধারা ১৬৪ (স্বীকারোক্তি এবং বিবৃতি রেকর্ডিং) এর অধীনে রেকর্ড করা হয় এদিন।
এর আগে বৃহস্পতিবার পাতিয়ালা হাউজ কোর্টে এই মামলার শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে। এই আদালতই জ্যাকলিনের গ্রেফতার-পূর্ব জামিনে শিলমোহর দিয়েছিল চলতি মাসের মাঝামাঝি সময়ে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত ২০০ কোটির এই আর্থিক কেলেঙ্কারির মামলায় গত অগস্ট মাসে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেখানেই মামলার অন্যতম অভিযুক্ত হিসাবে তুলে ধরা হয়। এরপর গ্রেফতারির হাত থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হন জ্যাকলিন, এবং ২৬শে সেপ্টেম্বর সুরক্ষাকবচও পেয়ে যান।
সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভের তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী, দাবি ইডির। এই মামালায় জ্যাকলিনের ৭.২ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে নাম উল্লেখ ছিল সুকেশ চন্দ্রশেখরের সহকর্মী পিঙ্কি ইরানির। সুকেশের হয়ে নায়িকাদের আর্থিক প্রলোভন দেখাতেন পিঙ্কি, জানিয়েছে ইডি।
এমনকী সুকেশের পাঠানো লাখ লাখ টাকার উপহার জ্যাকলিনকে পৌঁছে দিতেন পিঙ্কি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডিজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। ফাঁস হয় দুজনের অন্তরঙ্গ ছবিও। জানা গিয়েছে নারীদের প্রতি দুর্বল কনম্যান সুকেশ বলিউডের সুন্দরী অভিনেত্রী ও মডেলদের পিছনে নাকি ২০ কোটি টাকা খরচ করেছেন।
For all the latest entertainment News Click Here