২০০৩ সালে প্রতারণা মামলার অভিযোগ খারিজ, দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তিতে বিবেক
২০০৩ সালে প্রতারণার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা বিবেক ওবেরয় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। শনিবার সেই অভিযোগ খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিবেক ওবেরয় এবং তাঁর বাবা সুরেশ ওবেরয় পরিচালিত ইয়াশি মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেড। প্রায় ১৫ বছর আগে মেহেতা এন্টারটেইনমেন্ট নামে এক বিনোদন সংস্থাকে প্রতারণা করার অভিযোগ উঠেছিল তাঁদের কোম্পানির বিরুদ্ধে।
মেহতা এন্টারটেইনমেন্টের সিইও দীপক মেহতা, ওবেরয় পরিবার এবং তাঁদের কোম্পানির বিরুদ্ধে দিল্লির এক ম্যাজিস্ট্রিয়াল আদালতে প্রতারণা মামলা দায়ের করেছিলেন। মামলা বরখাস্ত হওয়ায় প্রথমে রিভিশনাল কোর্টে এবং পরে দিল্লি হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। দীর্ঘদিন ধরে চলেছে সেই মামলা। শনিবার দিল্লি হাইকোর্টের পক্ষ এই মামলায় রায় দেওয়া হয়। বিবেক ওবেরয় এবং তাঁর বাবা সুরেশ ওবেরয়কে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পেল রাজার ‘আম্রপালি’, কতটা জমল সোমরাজ-আয়ুষীর অনস্ক্রিন রোম্যান্স
জানা গিয়েছে, মেহতা এন্টারটেইনমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৩ সালের জানুয়ারিতে মেহতা এন্টারটেইনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপক মেহতার সঙ্গে পরিচয় হয় সুরেশ ওবেরয়ের। সেই সময় সুরেশ তাঁর ছেলে বিবেকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় কিছু অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার কথা বলেন।
সিইও দীপক মেহতার অভিযোগ ছিল, সেই মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিবেক সেই অনুষ্ঠানে অংশ নেননি। এরপরই তাঁরা প্রতারণার অভিযোগ দিল্লির ম্যাজিস্ট্রিয়াল আদালতে অভিযোগ দায়ের করলেও খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। শনিবার দিল্লি হাইকোর্ট থেকেও এই মামলা খারিজ করে দেওয়া হয়। পিটিআই-এর খবর অনুযায়ী, দিল্লি হাইকোর্টে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব, এই মামলার শুনানিতে ম্যাজিস্ট্রিয়াল আদালতের রায় বহাল রেখেছেন।
For all the latest entertainment News Click Here