১.৫ কোটি ট্রান্সফার ফি’তে সামাদকে নিল মোহনবাগান, ২ কোটি টাকা কেরলে খেলবেন প্রীতম
ভারতীয় ফুটবলের চলছে এখন দলবদলের পালা। আইএসএল অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব নিজেদের মতো করে দল গুছিয়ে নিতে চাইছে। নিজেদের স্ট্রাটেজি এবং অর্থনৈতিক সামর্থ্যকে খেয়াল রেখে ভালো দল তৈরি করতে কোনওরকম খামতি রাখছে না কেউই। তা সে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান হোক কিংবা হতাশাজনক পারফরম্যান্স করা ইস্টবেঙ্গল বা কেরল এফসি। সবাই এই দল বদলের বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আর এই আবহেই সবাইকে অবাক করে অনেক টাকা খরচা করে মোহনবাগান কেরল এফসি থেকে আবদুল সামাদকে নিজেদের দলে টেনে নিয়েছে।
এই বছরের শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে পাল তোলা নৌকা শিবির। অস্ট্রেলিয়া থেকে বিশ্বকাপ খেলা জেসন কামিংসকে দলে নিয়ে এসে শুরুতেই চমক দিয়েছে তারা। এবার ফের নিজেদের দল আরও শক্তিশালী করার লক্ষ্যে সামাদকে নিল সবুজ-মেরুন। অন্যদিকে কেরল এফসিতে গেল মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল।
কেরল এফসির ফুটবলার আবদুল সামাদ তিন বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টসে যোগদান করেছেন। প্রতিবছর তাকে ২.৫ কোটি টাকা করে দেবে মোহনবাগান। আবদুল সামাদের সঙ্গে বিকল্প শর্ত হিসাবে দুই বছরের চুক্তি আরও বাড়ানো হবে। এই শর্তে কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগদান করেছেন তিনি। এই ফুটবলারকে দলে আনার জন্য অতিরিক্ত ১.৫ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে সবুজ মেরুন শিবির।
অন্যদিকে মোহনবাগান ছেড়ে কেরল এফসিতে গেলেন সবুজ মেরুনকে গত মরশুমে চ্যাম্পিয়ন করা অধিনায়ক প্রীতম কোটাল। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা চলছিল যে মোহনবাগান ছাড়তে পারেন প্রীতম কোটাল। সেই জল্পনা সত্যি হল। কেরলের সঙ্গে প্রীতমের বছরে ২ কোটি টাকার বিনিময়ে তিন বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির পরে তিনি কেরলের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে উঠে এসেছেন।
এই বছর আইএসএল কবে থেকে শুরু হবে তার নির্দিষ্ট রূপরেখা এখনও সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ভারতের এই ফুটবল টুর্নামেন্ট। তবে ২০২৪ সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মা এশিয়ান কাপ খেলতে যাবে ভারত। সেই জন্য জাতীয় দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের অতিরিক্ত সময় দরকার। সেই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আইএসএল শুরু হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে সবটাই এখন আলোচনা স্তরে রয়েছে।
For all the latest Sports News Click Here