১ ফেব্রুয়ারি ফিটনেস রিপোর্টে ঠিক হবে বর্ডার-গাভাসকর সিরিজে জাদেজার খেলার ভাগ্য
শুভব্রত মুখার্জি: ফেব্রুয়ারি মাসেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল যাবে তা কার্যত নিশ্চিত করে দেবে এই সিরিজ। বিশেষ করে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ। চার ম্যাচের এই সিরিজে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রবীন্দ্র জাদেজার উপস্থিতি। সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। দীর্ঘদিন ধরে চোটের কারণে খেলতে পারছেন না রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁর খেলা হবে কি হবে না তা নির্ভর করছে তাঁর ফিটনেস রিপোর্টের উপর। ১ ফেব্রুয়ারি বিসিসিআইয়ের তরফে প্রকাশ করা হতে পারে ফিটনেস রিপোর্ট। যেখানে পরিষ্কার হয়ে যাবে বর্ডার-গাভাসকর সিরিজে রবীন্দ্র জাদেজার আদৌ খেলা হবে কিনা।
আরও পড়ুন… মহিলা আইপিএলের প্রক্রিয়া আমার আমল থেকেই শুরু হয়েছিল- WPL নিয়ে মুখ খুললেন সৌরভ
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তরফে জাদেজার ফিটনেস বিষয়ক রিপোর্ট দেওয়া হবে বিসিসিআই-কে। তার উপর নির্ভর করেই বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জাদেজার খেলা সম্ভাবনা রয়েছে কিনা। হাঁটুর চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন জাদেজা। তাঁর অপারেশনও হয়েছে হাঁটুতে। তারপরে রিহ্যাব করার পর সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন তিনি। চেন্নাইতে রঞ্জি ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে তিনি খেলছেন তামিলনাড়ুর বিরুদ্ধে। এরপর তিনি ফের এনসিএতে ফিরে যাবেন। সেখানেই হবে তাঁর ফিটনেস পরীক্ষা।
আরও পড়ুন… রোহিত আপিল প্রত্যাহার না করলে খুশি হতাম- শানাকার রান আউট প্রসঙ্গে ইয়ান চ্যাপেল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলতে নামার আগে প্রি-সিরিজ ক্যাম্প হবে ভারতীয় দলের জন্য। নাগপুরে হবে এই ক্যাম্প। ২ ফেব্রুয়ারি নাগপুরে এই ক্যাম্পে থাকবেন অজিদের বিরুদ্ধে সিরিজ খেলতে চলা সমস্ত ক্রিকেটার। তার আগেই ১ ফেব্রুয়ারি এনসিএর দেওয়া ফিটনেস রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হয়ে যাবে রবীন্দ্র জাদেজার ভবিষ্যত। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে খেলা হবে সিরিজের প্রথম ম্যাচটি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here