১ নম্বরেই জাদেজা, WTC ফাইনালে মাঠে নামা দু’দলের তারকাদের টেস্ট ব়্যাঙ্কিং দেখুন
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্সের সুবাদে স্টুয়ার্ট ব্রড ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেন। তিনি আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়েন।
তবে এই মুহূর্তে সকলের নজর রয়েছে ওভালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যুযুধান দু’দল ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ম্যাচের আগে বিশ্বব়্যাঙ্কিংয়ের কোন জায়গায় অবস্থান করছেন দেখে নেওয়া যাক।
আইসিসির সেরা দশ টেস্ট ব্যাটসম্যান:-
১. মার্নাস ল্যাবুশান
২. কেন উইলিয়ামসন
৩. স্টিভ স্মিথ
৪. বাবর আজম
৫. জো রুট
৬. ট্রেভিস হেড
৭. উসমান খোয়াজা
৮. ডারিল মিচেল
৯. দিমুথ করুণারত্নে
১০. ঋষভ পন্ত।
আইসিসির সেরা দশ টেস্ট বোলার:-
১. রবিচন্দ্রন অশ্বিন
২. জেসম অ্যান্ডারসন
৩. প্যাট কামিন্স
৪. কাগিসো রাবাদা
৫. শাহিন আফ্রিদি
৬. জসপ্রীত বুমরাহ
৭. ওলি রবিনসন
৮. নাথান লিয়ন
৯. রবীন্দ্র জাদেজা
১০. স্টুয়ার্ট ব্রড
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
আইসিসির সেরা দশ টেস্ট অল-রাউন্ডার:-
১. রবীন্দ্র জাদেজা
২. রবিচন্দ্রন অশ্বিন
৩. শাকিব আল হাসান
৪. অক্ষর প্যাটেল
৫. বেন স্টোকস
৬. জেসন হোল্ডার
৭. কাইল মায়ের্স
৮. মিচেল স্টার্ক
৯. জো রুট
১০. প্যাট কামিন্স
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামা ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিং:-
১. রোহিত শর্মা: ব্যাটিং-যুগ্মভাবে ১১
২. শুভমন গিল: ব্যাটিং- ৪৬
৩. চেতেশ্বর পূজারা: ব্যাটিং- যুগ্মভাবে ২৫
৪. বিরাট কোহলি: ব্যাটিং- ১৩
৫. অজিঙ্কা রাহানে: ব্যাটিং- প্রথম ১০০-র বাইরে
৬. কেএস ভরত: ব্যাটিং- প্রথম ১০০-র বাইরে
৭. রবীন্দ্র জাদেজা: ব্যাটিং- ৪০, বোলিং- ৯, অল-রাউন্ডার- ১
৮. শার্দুল ঠাকুর: ব্যাটিং- ১০০, বোলিং- ৫০
৯. উমেশ যাদব: বোলিং- ৩৪
১০. মহম্মদ শামি: বোলিং- ২০
১১. মহম্মদ সিরাজ: বোলিং- ৪১
আরও পড়ুন:- ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত ক্রিকেটবিশ্ব, জানুন কেন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামলেন ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিং:-
১. ডেভিড ওয়ার্নার: ব্যাটিং- ২৫
২. উসমান খোয়াজা: ব্যাটিং- ৭
৩. মার্নাস ল্যাবুশান: ব্যাটিং- ১, বোলিং- ৯৫
৪. স্টিভ স্মিথ: ব্যাটিং- ৩, বোলিং- ৯৮
৫. ট্রেভিস হেড: ব্যাটিং- ৬, বোলিং- ৮৯
৬. ক্যামেরন গ্রিন: ব্যাটিং-২৭, বোলিং- ৬৫, অল-রাউন্ডার- ১৬
৭. অ্যালেক্স ক্যরি: ব্যাটিং-৪৭
৮. মিচেল স্টার্ক: ব্যাটিং- ৮৩, বোলিং- ১৪, অল-রাউন্ডার- ৮
৯. প্যাট কামিন্স: বোলিং- ৩, অল-রাউন্ডার- ১০
১০. নাথান লিয়ন: বোলিং-৮, অল-রাউন্ডার- যুগ্মভাবে ১৬
১১. স্কট বোল্যান্ড: বোলিং- ৪৩
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here