‘১৯-২০ বছরেই ৫-৬ সন্তানের মা হয়েছি’, মুখ খুললেন শফক নাজ
তুনিশা শর্মা মৃত্যুর পর বারবার আলোচনায় উঠে এসেছে অভিযুক্ত শিজান খানের নাম। সম্প্রতি বিগ বস OTT-২তে হাজির হয়েছিলেন শিজানের এক দিদি, অভিনেত্রী ফালাক নাজ। সেখানেই ফালাককে প্রেম নিবেদন করেন অবিনাশ সচদেব। যদিও ফালাক জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে তিনি প্রেমে আগ্রহী নন। তবে তারপরেও ফালাক ও অবিনাশের বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি সেবিষয়েই পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন ফলকের দিদি শফক নাজ।
শফক তাঁর বোন ফালাক ও অবিনাশ সম্পর্কে বলেন, ‘অবিনাশ বন্ধু হিসাবে বেশ ভালো, ফালাকের সঙ্গে ওঁর খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আর ফালাক অবিনাশের সঙ্গে থাকলে স্বচ্ছন্দ্যবোধ করেন। বিগ বসের ঘরে টিকে থাকাটা দরকার। তবে আমি আমার বোনকে যতটা চিনি, মনে হয়না ও এই সম্পর্ক নিয়ে এগোবে বলে।’
বোন ফলক ছাড়াও নিজের অ্যাক্টিং কেরিয়ার নিয়ে কথা বলেন অভিনেত্রী শফক নাজ। কেরিয়ারের শুরুতেই মহাভারতের কুন্তির চরিত্রে অভিনয় করেছিলেন শফক। তখন তাঁর বয়স মাত্র ১৯-২০। শফকের কথায়, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখনও বুঝিনি কী ধরনের চরিত্র করা উচিত, কী ধরনের নয়। আমি যখন ওই প্রজোক্টে সই করি, তখনও অনেকে জিগ্গেস করেছিলেন, মহাভারত কেন করেছিলেন? কারণ, মাত্র ১৯-২০ বছর বয়সে ৫-৬ সন্তানের মা, অনেকেই এতটা ঝুঁকি নিতে চাইবেন না। আসলে টেলিভিশনে কেউ একবার যদি কোনও ধরনের চরিত্র করেন, তাহলে তাঁকে বারবার ওই ধরনের চরিত্রই দেওয়া হয়। তবে আমি কিন্তু চরিত্রটিকে শুধু ৫-৬ বাচ্চার মা, এভাবে দেখিনি, তাই রাজি হয়েছিলাম। লকডাউনেও মানুষ মহাভারত আবারও দেখেছেন, ভালোবেসেছেন, এটা আমার কাছে একটা ভালোলাগা।’
অল্পবয়সে মাকে হারানো নিয়ে মুখ খোলেন শফকনাজ। বলেন, ছোটবেলায় মাকে হারানোর ঘটনা তাঁর কাছে একটা আতঙ্ক। তাঁর কথায়, ‘আমি ওকথা ভাবতেও চাই না, মাকে নিয়ে তাই খুূব বেশি কথাও বলি না, কারণ ওই আতঙ্ক আমাকে তাড়া করে ফেরে। আমি নিজেও জানি না, সেসময় ওই কষ্ট থেকে কীভাবে বের হয়ে এসেছিলাম। সেসময়ও আমার মধ্যে দিয়ে কী যাচ্ছে সেটা নিয়ে কাউকে বলার ক্ষমতাও ছিল না। মুম্বই আসার পরও আমি নিয়মিত মায়ের সঙ্গে কথা বলতাম, তবে যখনই কথা বলতাম কেঁদে ফেলতাম, কারণ দূরত্ব যেন মানতে পারতাম না। শেষবার যখন কথা হয়েছিল চিড়িয়াঘর ধারাবাহিকের শ্য়ুটিং করছিলাম। ফোন করতেই বললেন, শো দেখছি পরে কথা বলছি…। এটাই শেষ কথা হয়েছিল।’
শফক বলেন, তিনি আর তাঁর বোন ফালাক একসঙ্গেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। তাঁদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। শফকের কথায় , ‘আমার আর বোনের বন্ধন খুব দৃঢ়, কারণ আমরা অনেক স্ট্রাগল দেখেছি ছোট থেকে। আমি আর বোন একসঙ্গেই মুম্বই এসেছিলাম দুজনে একসঙ্গে কষ্ট করেছি, ও না থাকলে হয়ত আমি এই শহরে টিকতে পারতাম না।’
For all the latest entertainment News Click Here