১৯ দিনে ১০০ মিলিয়ান ভিউ, OTT-র দুনিয়ায় রেকর্ড করল কঙ্গনা-র রিয়েলিটি শো ‘লক আপ’
একতা কাপুরের বালাজি টেলিফিল্মস প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ’ দেখা যাচ্ছে ওটিটি-তে। এবারেই প্রথম সিজন। জেল-কয়েদি-সিক্রেট থিমে নিজের শো এনেছিলেন কঙ্গনা। আর তাই তো প্রথম থেকেই চর্চায় ছিল লক আপা। এই শোয়ে ১৬ বিতর্কিত তারকাকে এনে রাখা হয়েছে। বর্তমানে MXPlayer আর ALTBalaji-তে দেখা যাচ্ছে ‘লক আপ’। তবে চমকে দেওয়ার খবর হল এই প্রথম কোনও ওয়েব রিয়েলিটি শো নিয়ে এত মাখামাখি।
২৭ ফেব্রুয়ারি সম্প্রচারিত হয় প্রথম এপিসোড। মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ান ভিউজ ঝুলিতে পুরেছে ‘লক আপ’। যা নিসন্দেহেই নতুন মাইলস্টোন কঙ্গনার কেরিয়ারের। একতা এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘লক আপ পার করে ফেলল ১০০ মিলিয়ান ভিউজ। প্রথম রিয়েলিটি শো যেটা মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ। অনেক বলে ফেলেছে… জয় মাতা দি।’
একতার এই পোস্টে মন্তব্য করে কঙ্গনাও। লেখেন, ‘হ্যাঁ অনেক বলা হল, জয় মাতা দি’। টিভি অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া ফায়ার ইমোজি দিয়েছেন কমেন্টে। একজন ভক্ত লিখেছেন, ‘যথাযোগ্য’। আরেকজন লিখেছেন, ‘এই শো হিট করার বড় কারণ হচ্ছে কঙ্গনা।’ আরেক কঙ্গনা ভক্তের মত, ‘বিগ বসের নির্মাতারা পরের সিজন হোস্ট করতে কঙ্গনাকে ফোন করল বলে।’
কঙ্গনা এই প্রসঙ্গে বলেন ‘‘১৯ দিনে ১০০ মিলিয়ান সত্যিই অভাবনীয়। ‘লক আপ’ যে ভালোবাসা দর্শকদের থেকে পাচ্ছে তা আমায় অভিভূত করেছে। আর এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শো-র বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। একতা কাপুরের ভাবনা আসলে ফ্লপ হতেই পারে না। আমি কথা দিচ্ছি লক আপ আরও বড় হবে, আরও বিতর্কিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে।’’
For all the latest entertainment News Click Here