১৮.৫ কোটির কারানই হবে PBKS-র আলাদিনের প্রদীপ! আশাবাদী KKR-কে IPL জেতানো কোচ
শুভব্রত মুখার্জি: পঞ্জাব কিংসের নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিস। দায়িত্ব নেওয়ার পরেই দুটি বিষয়ে দলের উন্নতি সাধনের দিকে লক্ষ্য দিয়েছেন তিনি। তাঁর প্রথম লক্ষ্য হল ডেথ ওভার ব্যাটিংয়ে উন্নতি। দ্বিতীয় লক্ষ্য মিডল ওভারে যত বেশি সম্ভব বিপক্ষের উইকেট ফেলানো। উল্লেখ্য এখন পর্যন্ত ১৫টি আইপিএলের আসরে একটিবারও শিরোপা জিততে পারেননি তাঁরা। ফলে এই আসরে শিরোপা জিততে মরিয়া তাঁরা।
গত চারটি সংস্করণে পঞ্জাব ষষ্ঠ স্থানে শেষ করেছে। ২০১৪ সালে তাঁরা শেষ ফাইনাল খেলেছিল। ফাইনালে তাঁরা মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিসের প্রশক্ষণেই দুবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা দল। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর দল জিতেছিল শিরোপা। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘গত বছরে আমাদের যে সমস্যাটা হয়েছিল তা হল আমরা ইনিংস ভালোভাবে শেষ করতে পারছিলাম না। ব্যাট হাতে ইনিংস ভালোভাবে শেষ করার দিকেই আমরা লক্ষ্য দিচ্ছি। আর এই কারণেই এই বছর আমরা তরুণ অলরাউন্ডারকে দলে নিয়েছি। অনেকটা স্যাম কারেনের মতন। স্যামকে আমাদের মিডল অর্ডারে প্রয়োজন রয়েছে। মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি ও একজন বিশ্বমানের বোলারও বটে।’
প্রসঙ্গত, ১৮.৫ কোটি টাকা দিয়ে স্যাম কারেনকে দলে নেওয়া হয়েছে। আশাবাদী ট্রেভর বেলিস। পঞ্জাব আসন্ন মরশুমে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআরের। তাঁর আগে ট্রেভর জানিয়েছেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে বলব আমাদের এমন একজন ব্যাটারকে টপ অর্ডারে চাই যে ৭০, ৮০ রান করবে। আর তার ফলে মিডল অর্ডারের কাজটা অনেকটাই সহজ হবে।’
তাঁর মতে ‘সাফল্য খুব অনিশ্চিত। তবে আমারা সেটা পাওয়ার চেষ্টা করব। ম্যাচ যতটা পারি উপভোগ করব। মুখে সবসময়ে হাসি রেখে আমরা কাজ করব। পরিস্থিতি কঠিন হলেও আশা করছি সবটা ঠিক হয়ে যাবে। অনুশীলনে এর পাশাপাশি আমরা ঘাম ঝরিয়েছি দিনরাত্রি। আর বোলিংয়ের দিক থেকে বলতে পারি মিডল ওভারে যতটা উইকেট নিতে পারব তত কঠিন হবে আমাদের হারানো।’
For all the latest Sports News Click Here