১৮ বলে ৪৮ রান! T20 WC-এ বাবরদের বিরুদ্ধে কোহলির ইনিংসের স্মৃতিকে ফেরালেন রিঙ্কু
রবিবার রিঙ্কু সিং অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL 2023-এ আমদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিজয়রথ থামিয়ে দিয়েছে। রশিদ খানদের বিরুদ্ধে একটি অকল্পনীয় জয় পেয়েছে। রশিদ খান হ্যাটট্রিক রেকর্ড করার পরে প্রায় সকলেই ভেবেছিলেন যে ম্যাচ আর নাইটদের হাতে নেই। কিন্তু কলকাতার রিঙ্কু যেন অন্য কিছু ভেবেছিলেন, যশ দয়ালের ওভারে পরপর পাঁচটি ছক্কা মেরে বাউন্স ব্যাক করে ও কলকাতাকে ম্যাচ জেতায়। রিঙ্কুর এই ইনিংসের দৌলতে এই ম্যাচে তিন উইকেটে জয় পায় কলকাতা। টুইটার যখন রিঙ্কুর জন্য অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন, তখন উৎসাহী ভক্তরা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ও বিরাট কোহলির ইনিংসের কথা মনে করালেন। কেকেআর তারকা রিঙ্কু সিং এবং বিরাট কোহলির একটি মন-বিস্ময়কর মিল খুঁজে পেয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন…. রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ- ভিডিয়ো কলে শুভেচ্ছা শ্রেয়সের
বেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানার মধ্যে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দেন আলজারি জোসেফ। এর পরে, কলকাতা নাইট রাইডার্স চাপের মধ্যে পড়ে যায়। কারণ উভয় ব্যাটসম্যান আউট হওয়ার পরে গুজরাটের স্ট্যান্ড-ইন অধিনায়ক রশিদ খান বল করতে এসে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং শার্দুল ঠাকুরকে আউট করেন। IPL 2023 এর প্রথম হ্যাটট্রিক করে কলকাতাকে চাপে ফেলে দিয়েছিলেন রশিদ খান।
যাইহোক এরপরে নরেন্দ্র মোদী স্টেডিয়াম দেখে রিঙ্কু ম্য়াজিক। কেকেআরকে ম্যাচ জিততে হলে যখন ১৮ বলে ৪৮ রান করতে হবে সেখান থেকে ম্যাচ জয়ী ইনিংস খেলেন রিঙ্কু। তিনি শেষ ওভার যশ দয়ালকে পাঁচটি ছক্কা মারেন। তবে তার আগের ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে ম্যাচকে ধরে রেখেছিলেন। ২১ বলে অপরাজিত ৪৮ রান করার সময় রিংকু ছয়টি ছক্কা ও একটি চার মারেন। রিংকু জোশুয়া লিটলকে একটি ছক্কা এবং একটি চারে আঘাত করার পর ওভারে, উমেশ যাদব শেষ ওভারের প্রথম বলে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইকে আনেন। কেকেআর তারকা তখন যশ দয়ালের ডেলিভারি নিয়ে উপহাস করেছিলেন, তাকে টানা পাঁচটি ছক্কা মেরেছিলেন।
আরও পড়ুন…. ‘তুমি চ্যাম্পিয়ন’, রিঙ্কুর কাছে টানা ৫ ছক্কা খেয়ে ভেঙে পড়লেন যশ, পেপটক KKR-র
এই বড় জয়ের পরে ভক্তেরা বিরাট কোহলির কথা মনে করিয়েছিলেন। আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে এক অবিশ্বাস্য ম্যাচে হারিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচেও ১৮ বলে ৪৮ রান দরকার ছিল। সেখান থেকে ভারতের জন্য ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেছিলেন কোহলি। হ্যারিস রাউফের বলে ছক্কা আজও সকলের টাটকা রয়েছে। সেই কারণেই রিঙ্কুর ম্যাচ জয়ী ইনিংসের পরে বিরাট ও রিঙ্কুর ম্যাচ জয়ী ইনিংস নিয়ে তুলনা করা শুরু হয়ে যায় ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।
ম্যাচের পরে কথা বলতে এসে রিঙ্কু সিং বলেন, ‘যখন আমি স্কোরবোর্ডে ১৮ বলে ৪৮ রান দরকার দেখেছিলাম, তখন এটি আমাকে WC-তে পাকিস্তানের বিরুদ্ধে কিং কোহলির ইনিংসের কথা মনে করিয়ে দিয়েছিল। আমি প্রতি রাতে সেই ইনিংসটি দেখতাম এবং এটি আমাকে নিজে থেকে এটি করতে অনুপ্রাণিত করেছিল।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here