১৮ কোটি দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না- RCB-র কাছে হারের পর কারানকে আক্রমণ সেহওয়াগের
পঞ্জাব কিংস বৃহস্পতিবার একটি বড় ধাক্কা খেয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে তারা ২৪ রানে ম্যাচ হেরে বসে রয়েছে। পঞ্জাবের স্ট্যান্ড-ইন অধিনায়ক স্যাম কারান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আরসিবি প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ১৭৪/৪ রান করে। এটি নিঃসন্দেহে একটি প্রতিযোগিতামূলক স্কোর। আরসিবি-র ওপেনার বিরাট কোহলি এবং ফ্যাফ ডু’প্লেসি প্রথম উইকেটে ১৩৭ রানের পার্টনারশিপ করেন। জবাবে কিংস ১৫০ রানে গুটিয়ে যায়। তখনও ম্যাচের দশ বল বাকি ছিল।
পঞ্জাব কিংসের টপ এবং মিডল অর্ডার খুব খারাপ পারফরম্যান্স করেছে। মাত্র ৪৩ রানে তারা ৪ উইকেট হারিয়ে বসে ছিল। দুর্বল ব্যাটিংয়ের জেরে স্যাম কারানকে শুরুর দিকেই নামতে হয়। তবে সেই সময়ে প্রভসিমরান সিং-ই দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন। এবং কারানের সঙ্গে পার্টনারশিপের সিংহভাগ রানই করেন তিনি। তবে দলের স্ট্যান্ড-ইন অধিনায়ক ম্যাচের দশম ওভারে দায়িত্বজ্ঞানহীন ভাবেই রানআউট হয়ে বসে থাকেন।
আরও পড়ুন: শিকে ছিঁড়ল না বাংলার অভিমন্যুর, DC বেছে নিল উত্তরপ্রদেশের প্রিয়মকেই
কিছুটা গা-ছেড়ে রান নিতে গিয়েই মূলত আউট হন স্যাম কারান। এবং খুব স্বাভাবিক ভাবেই তারকা বোলিং অলরাউন্ডার এতে একেবারেই খুশি ছিলেন না। যখন তিনি ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন, সেই সময়ে তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, যিনি একটা সময়ে প্লেয়ার এবং কোচ- দুই ভাবেই পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কারানের এই গা-ছাড়া ভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
আরও পড়ুন: লন্ডনে শ্রেয়সের সফল অস্ত্রোপচার, কবে ফিরবেন ২২ গজে?
ক্রিকবাজকে সেহওয়াগ বলেছেন, ‘স্যাম কারান একজন আন্তর্জাতিক খেলোয়াড় কিন্তু আপনি ১৮ কোটি টাকায় অভিজ্ঞতা কিনতে পারবেন না। এটা তখনই আসে যখন আপনি অনেক খেলবেন, যখন প্রখর রোদে খেলার কারণে আপনার চুল সাদা হবে।’
তিনি যোগ করেছেন, ‘আমরাই ভেবে থাকি যে, ওকে ১৮ কোটিতে কেনা হয়েছে বলেই ও আমাদের ম্যাচ জেতাবে। কিন্তু ওর এখনও সেই অভিজ্ঞতা হয়নি। ও খুব খারাপ ভাবে রান নেওয়ার চেষ্টা করেছে। যার মোটেই প্রয়োজন ছিল না। নিজে অধিনায়ক হলে ক্রিজে টিকে থাকতে হবে, যাতে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়। কিন্তু আবারও ওর অনভিজ্ঞতার জন্য দলকে মূল্য দিতে হল।’
বর্তমানে চোটের কারণে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। শিখর ধাওয়ান দলের শেষ দু’টি ম্যাচ চোটের জন্য খেলতে পারেননি। আরসিবি-র আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও কারান খেলতে পারেননি।
For all the latest Sports News Click Here