১৭ বছর পর নাটকের মঞ্চে রুদ্রনীল, ফ্যাতাড়ুর পর অগ্নিজলে কোন রূপে ধরা দেবেন তিনি
আবার নাটকের মঞ্চে ফিরে আসছেন রুদ্রনীল ঘোষ। বহুদিন পর তাঁকে আবার নাটকের মঞ্চে দেখা যাবে। আগামীতে তাঁকে অগ্নিজল নাটকে দেখা যেতে চলেছে। দীর্ঘ ১৭ বছর পর তাঁকে এই নাটকে দেখা যাবে। এটির প্রযোজনা করছে তিতাস নাট্য সংস্থা। রুদ্রনীল নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় এই নাটকের খবর জানালেন। জানালেন তাঁর কাজ করার খবরও।
ইতিমধ্যেই এই নাটকের মহড়া শুরু হয়ে গিয়েছে। রুদ্রনীল সেই রিহার্সালের ছবি সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। একই সঙ্গে ভাগ করেছেন পুজোর ছবিও। তিনি নিজেই জানান এই নাটকে কে কি করছেন। তাঁর পোস্ট থেকেই জানা যায় এই নাটকটি গিরিশ কারনাডের। বাংলায় এই নাটকটিকে অনুবাদ করেছেন বিভাস চক্রবর্তী। আবির এই নাটকের পরিচালনা করেছেন।
রুদ্রনীল তাঁর পোস্টে লেখেন, ‘২০০৬-এ সেই বিখ্যাত নাটক ফ্যাতাড়ুতে অভিনয়ের ১৭ বছর পর আবার ফিরছি থিয়েটারের মঞ্চে! এবার তিতাসের দশম প্রযোজনা অগ্নিজল নাটকে! ধন্যবাদ তিতাস , ধন্যবাদ শর্বরী ও আবির ! নাটক: গিরীশ কারনাড, অনুবাদ:বিভাস চক্রবর্তী, পরিচালনা: আবির! পয়লা বৈশাখে এই আনন্দের খবর আপনাদের সাথে ভাগ করে নিলাম ! সবাই ভাল থাকুন..শুভ নববর্ষ !’
অর্থাৎ এর আগে ২০০৬ সালে তিনি শেষবার ফ্যাতাড়ু নাটকে অভিনয় করেছিলেন। এরপর আবার অগ্নিজলে কাজ করবেন। এর আগে অজয় দেবগনের সঙ্গে তিনি ময়দান ছবিতে কাজ করেছেন
বনি কাপুরের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। এ আর রহমান সঙ্গীত পরিচালনা করেছেন। অন্যদিকে বিবাহ অভিযানের পরবর্তী ভাগ আবার বিবাহ অভিযান আসছে। সেই ছবিতে পুনরায় দেখা যাবে রুদ্রনীলকে। সম্প্রতি তিনি সেই ছবির শ্যুটিং শেষ করেছেন। এখানে তাঁর সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরাকে দেখা যাবে। সঙ্গে প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া, সোহিনী সরকারকে দেখা যাবে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সৌরভ দাস। সৌমিক হালদার এই ছবির পরিচালনা করেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া বিবাহ অভিযানের সিক্যুয়েল আগামী ৮ জুন মুক্তি পেতে চলেছে। রুদ্রনীল এখানে কেবল অভিনয় করেননি। তিনি গল্প লিখেছেন। সঙ্গে চিত্রনাট্যও। এই ছবিটির বেশ অনেকটা অংশ বিদেশে শুট করা হয়েছে, বাকিটা কলকাতাতেই।
For all the latest entertainment News Click Here