১৭ বছর আগের চুমু কাণ্ড, মামলা খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে মিকা, সায় দিলেন রাখি!
রাখি সাওয়ান্ত ও মিকা সিং-এর ‘কিস কা কিসসা’ নিয়ে আজও চর্চায় হয় বলিউডের অলিতে-গলিতে। ২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে ‘জোর করে’ রাখির ঠোঁটে ঠোঁট রেখেছিলেন মিকা (Mika Singh)। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ছিছিকার শুরু হয় সবমহলে। রাখি সাওয়ান্তও (Rakhi Sawant) কম হাঙ্গামা করেননি গোটা ঘটনা নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে দুজনের সম্পর্কের সমীকরণ। মিকা এখন রাখির ‘ভাই’। তাই রাখির সম্মতি নিয়েই আদালতের দ্বারস্থ ‘সাওয়ান মে লগ গায়ি আগ’ খ্যাত গায়ক।
বম্বে হাইকোর্টে হলফনামা দাখিল করে রাখির দায়ের করা এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন মিকা। সোমবার বিচারপতি অজয় এস গডকরি ও প্রকাশ ডি নায়েকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। গায়ক জানান, রাখি সাওয়ান্ত ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন এই এফআইআর খারিজ করে নেওয়ার, নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন তাঁরা। কিন্তু আদালতের রেজিস্ট্রি রেকর্ডে রাখির মামলা খারিজের সম্মতির হলফনামা না মেলায় স্থগিত হয়ে যায় এদিনের শুনানি। আগামী সপ্তাহের মধ্যে নতুন করে রাখিকে হলফনামা দিয়ে গোটা বিষয়টি জানাতে বলেছে আদালত।
রাখির আইনজীবী আয়ুশ পাসবোলা আদালতকে জানান, রেজিস্ট্রি থেকে রাখির হলফনামা গায়েব হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, মিকার সঙ্গে যাবতীয় সমস্যা মিটি গিয়েছে রাখির, এখন তাঁরা বন্ধু। এই এফআইআর খারিজের আবেদনে কোনও আপত্তি নেই অভিনেত্রীর।
২০০৬ সালে মিকার জন্মদিনের রাতে মুম্বইয়ের এক নাইটক্লাবে রাখিকে হেনস্থার অভিযোগ রয়েছে মিকার নামে। গায়ক জোর করে চুমু খান রাখিকে, এরপর মিকা ও তাঁর সহকর্মী ভিকি ঝামেলায় জড়ান রাখি ও তাঁর বন্ধুদের সঙ্গে। ঘটনায় আহত হন রাখির এক বন্ধু।
মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (মহিলাকে উত্যক্ত করা) এবং ৩২৩ (স্বেচ্ছায় কাউকে আঘাত করা) ধারায় মামলা দায়ের হয়েছিল। ঘটনার পর বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন মিকা। পরে সেশন কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। মিকার আইনজীবী ফাগ্লুনী ব্রহ্মাট আদালতকে জানান, ১৭ বছর ধরে এই মামলা ঝুলে রয়েছে। চার্জশিট জমা হলেও এখনও মিকার বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। মিকা ও রাখি আদালতের বাইরে নিজেদের মধ্যেকার সমস্য়া মিটিয়ে ফেলেছেন, তাই এই মামলা খারিজ করা হোক। আগামি ১৭ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
For all the latest entertainment News Click Here