১৭ দিন পরে জয় পেল KKR, দেখে নিন IPL 2023 Points Table ছবিটা কতটা বদলালো
আইপিএল ২০২৩ এর প্রথমার্ধ শেষ হওয়ার পরে, দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এটি সেই অংশ যেখানে প্রতিটি দলকে এমন কিছু দলের বিরুদ্ধে খেলতে হবে যাদের সঙ্গে তারা প্রথম পর্বে সংঘর্ষ করেছিল। মানে আগের হিসাব নিষ্পত্তির সুযোগ রয়েছে এবার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটা করার প্রথম সুযোগ পেলেও কলকাতা নাইট রাইডার্স আবারও তাদের আশা ভঙ্গ করে দিয়েছে। এর ফলে ব্যাঙ্গালুরুর ১০ পয়েন্ট পাওয়ার আশা আপাতত ভেঙ্গে গেছে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, বুধবার ২৬ এপ্রিল সন্ধ্যায় আবার ঘরের দলের পরিবর্তে প্রতিপক্ষের দল জিতল। এই মরশুমে এখানে ষষ্ঠ ম্যাচ খেলছে বেঙ্গালুরু, তৃতীয়বারের মতো হারের মুখে পড়ল তারা। কলকাতা আরও একবার প্রথমে ব্যাট করে ২০০ রান করে। এর পর আবারও কেকেআর স্পিনারদের সামনে ব্যাঙ্গালুরু দল ফ্লপ করে এবং শেষ পর্যন্ত ২১ রানে হেরে যায়।
আরও পড়ুন… রিঙ্কুর মারের চোটে বেহাল যশ দয়াল, ওজন কমেছে ১০ কেজি, জানালেন হার্দিক
এই জয়ে কলকাতার চার ম্যাচে হারের ধারাও ভেঙে গেল। ৯ এপ্রিল শেষ ম্যাচে জয়ী হয়েছিল কলকাতা. এবার ১৭ দিন পর জয়র স্বাদ পেয়ে ২ পয়েন্ট ঘরে তুলল তারা। অষ্টম ম্যাচে এটি কলকাতার তৃতীয় জয়, যার মধ্যে দুটি এসেছে শুধুমাত্র ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এভাবে নাইট রাইডার্সের পকেটে এখন ৬ পয়েন্ট এসেছে এবং অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স দু দলেরই এখন সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। তবে নেট রান রেটের পার্থক্যে এগিয়ে রয়েছে কলকাতা।
একই সময়ে, বেঙ্গালুরু, যারা টানা দুই ম্যাচ জিতে গতি পেতে চেয়েছিল, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের সমান ১০ পয়েন্টে পৌঁছানোর সুযোগ ছিল। এই পরাজয় তাদের আপাতত এখানে পৌঁছাতে বাধা দিয়েছে। তার নেট রান রেটও খারাপ করেছে। যদিও তারা এখনও পঞ্চম স্থানে রয়েছে। দেখে নেওয়া যাক সম্পূর্ণ টেবিল।
আরও পড়ুন… IPL -এর ইতিহাসে প্রথমবার এমন সমস্যায় মুম্বই ইন্ডিয়ান্স! রোহিতরা বোলিং-এ গড়ল লজ্জার নজির
এখন চোখ ২৭ এপ্রিল বৃহস্পতিবারের ম্যাচের দিকে, যেখানে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস প্রতিদ্বন্দ্বিতা করবে। এরই মধ্যে দুই দলের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছে। চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পেয়েছিল রাজস্থান। এবার অ্যাকশন সেন্টার জয়পুর। টানা দুই হারের পর জয়ের পথে ফেরার চেষ্টা করবে রাজস্থান। এর পাশাপাশি তারা চেন্নাইকে প্রথম স্থান থেকে সরিয়ে দেওয়ার দিকেও তাকিয়ে থাকবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।গুজরাট রয়েছে দুই নম্বরে, তাদেরও সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট। তিনে, চারে, পাঁচে ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংস। তাদের প্রত্যেক সংগ্রহ আট পয়েন্ট। ১৭ দিন পরে জিতে সাত নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা সাতে ওঠায় এক ধাপ নিমেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাদেরও সংগ্রহ কলকাতার মতোই ছয় পয়েন্ট। তালিকার নয় নম্বরে ও দশ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটলস, তাদের দু জনেরই সংগ্রহ চার পয়েন্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here