১৭৯ কোটি কালেকশন বিবেক পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর, পিছনে ফেলল ‘সূর্যবংশী’কে
একের পর এক রেকর্ড ব্রেক করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করছে এই ছবি। গত ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এরপরই বক্স অফিসের দৌড়ে লাগাম ছাড়া এই ছবি। ১১তম দিনে ১২.৪০ কোটি আয় করেছে এই সিনেমা। ২০০ কোটির কালেকশনের দিকে ঝড়ের গতিতে এগোচ্ছে এই ছবি।
ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার সকালে টুইটে জানিয়েছেন, দিন দিন সংবেদনশীল হয়ে উঠেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। করোনা মহামারীর পরবর্তী সময়ে, মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘সূর্যবংশী’, ‘এট্টিথ্রি’, হলিউড ফিল্ম ‘স্পাইডারম্যান’-এর রেকর্ড মার্জিন ছিল। ‘দ্য কাশ্মীর ফাইলস’ দ্বিতীয় শুক্রবারে ১৯.১৫ কোটির কালেকশন, শনিবারে ২৪.৮০ কোটি, রবিবারে ২৬.২০ কোটি এবং সোমবার ১২.৪০ কোটির ব্যবসা করেছে। এখনও পর্যন্ত মোট ১৭৯.৮৫ কোটির ব্যবসা করেছে এই ছবি।
বক্স অফিস ইন্ডিয়ার মতে, সূর্যবংশী টিকিট উইন্ডোতে দ্বিতীয় সপ্তাহে মোট ১৬২.৫০ কোটি কালেকশন করেছিল।
উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজনায় তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক আগ্নিহোত্রী।
ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর থেকে উৎখাত হওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি।
For all the latest entertainment News Click Here